কিভ, 10 জুলাই: ন'টি দেশের রাষ্ট্রদূতকে ছাঁটাই করলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ৷ যে তালিকায় রয়েছে ভারতও ৷ এছাড়া জার্মানি, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, নরওয়ে, বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কায় ইউক্রেনের প্রতিনিধিরা চাকরি খুইয়েছেন, জানিয়েছে ইউক্রেনের প্রথমসারির সংবাদমাধ্যম কিভ ইন্ডিপেনডেন্ট (Ukraine President Zelenskyy sacks Ukraine envoy to India and other nations) ৷ তবে কী কারণে ছাঁটাই, সে বিষয়ে নির্দিষ্ট কোনও কারণ এখনও জানানো হয়নি ৷
এমনকী অপসারিত রাষ্ট্রদূতদের অন্য কোনও পদে বসানো হবে কি না, তা নিয়েও কোনও বার্তা দেওয়া হয়নি । 24 ফেব্রুয়ারি সকালে রাশিয়া ইউক্রেনের উপর সামরিক অভিযানের কথা ঘোষণা করে ৷ লাগাতার আক্রমণে 'বিশ্বের রুটির ঝুড়ি' প্রায় শ্মশানে পরিণত হয়েছে ৷ ভোলোদিমির জেলেনস্কি তাঁর কূটনীতিকদের আন্তর্জাতিক এবং সামরিক সমর্থন আদায়ের আর্জি জানিয়েছেন ৷ রাশিয়ার আক্রমণের পরে 'অপারেশন গঙ্গা'য় ইউক্রেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পঠনরত 22 হাজার 500 ভারতীয় পড়ুয়াকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে ৷