লন্ডন, 27 অগস্ট:জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় দোষী সাব্যস্ত ব্যক্তিরা তাদের বাকি জীবন হাজতে থাকবে ৷ তাদের প্যারোল বা তাড়াতাড়ি মুক্তির কথা বিবেচনা করা হবে না । শিগগিরই আইনকে এমনই কঠোর করতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ৷
43 বছর বয়সি ব্রিটিশ-ভারতীয় প্রধানমন্ত্রী শনিবার একটি বিবৃতিতে বলেন যে, 'জীবন মানে সারা জীবন' এবং যারা ভয়ংকর ভাবে হত্যা করে, সেই অপরাধীদের বাধ্যতামূলক ভাবে গোটা জীবনের জন্য হাজতবাসের আদেশ দিতে হবে বিচারকদের ৷ নতুন আইনটিতে অত্যন্ত সীমিত কিছু পরিস্থিতি ব্যতীত সব ক্ষেত্রেই বিচারকরা সারাজীবনের জন্য হাজতবাস দেবেন ৷
সুনাক বলেছেন, "সম্প্রতি অপরাধের নিষ্ঠুরতায় জনগণের আতংকের কথা আমি শেয়ার করেছি । মানুষ আশা করে যে সবচেয়ে গুরুতর ক্ষেত্রে একটি গ্যারান্টি থাকা উচিত যে, জীবন মানে সারা জীবন । তারা সাজা দেওয়ার ক্ষেত্রে সততা আশা করে ৷ সবচেয়ে ভয়ংকর ধরনের হত্যাকাণ্ডে জঘন্য অপরাধীদের জন্য সারাজীবনের বাধ্যতামূলক আদেশ আনার মাধ্যমে আমরা নিশ্চিত করব যে, তারা কখনওই মুক্ত হবে না ৷"