নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর: পরিবেশ রক্ষায় 2 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের কথা ঘোষণা করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক ৷ জি20 শীর্ষ সম্মেলনে বিশ্ব উষ্ণায়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ সেখানেই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাঁরা ‘গ্রিন ক্লাইমেট ফান্ডে’ 1.62 বিলিয়ন ইউরো নিয়োগ করবে ৷ মার্কিন ডলারের হিসেবে যা 2 বিলিয়ন ৷ কোপেনহেগেন চুক্তি অনুযায়ী, বিশ্বের 194টি দেশকে নিয়ে যে সিওপি15 বা কপ15 গঠন করা হয়েছিল ৷ সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুসারে, সেই কপ15-এর গ্রিন ক্লাইমেট ফান্ডে এই বিপুল রাশি জমা করার কথা ঘোষণা করেছেন ঋষি সুনক ৷
সংবাদসংস্থা জানিয়েছে, ভারতে অবস্থিত ব্রিটিশ দূতাবাসের তরফে এ নিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, ব্রিটেন গ্রিন ক্লাইমেট ফান্ডে 1.62 বিলিয়ন ইউরো সহযোগিতা করবে ৷ যে তহবিল কপ15-এর 194টি দেশের মধ্যে কোপেনহেগেন চুক্তির সময় তৈরি করা হয়েছিল ৷ শুধু তাই নয়, জি20 শীর্ষ সম্মেলনের সমাপ্তিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী অন্যান্য সদস্য দেশগুলির কাছে আবেদন করেছেন, যাতে সকল সদস্য দেশগুলি কার্বন উৎপাদন কমানোর ক্ষেত্রে গুরুত্ব দেয় ৷ পাশাপাশি, সংযুক্ত আরব আমিরশাহীতে আসন্ন ‘কপ28 জলবায়ু সম্মেলনে’র প্রস্তুতি হিসেবে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা দেশগুলিকে সাহায্য করার আবেদন জানিয়েছেন তিনি ৷