পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

UK PM Candidate Rishi Sunak জন্মাষ্টমীতে সস্ত্রীক ইসকন মন্দিরে পুজো দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনক - UK PM Candidate Rishi Sunak Celebrates Janmashtami With Wife Akshata Murthy at ISKCON

জন্মাষ্টমী উপলক্ষে ওয়াটফোর্ডে ইসকন মন্দিরে পুজো দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনক (UK PM Candidate Rishi Sunak Celebrates Janmashtami With Wife Akshata Murthy at ISKCON) ৷

UK PM Candidate Rishi Sunak Celebrates Janmashtami With Wife Akshata Murthy at ISKCON
UK PM Candidate Rishi Sunak Celebrates Janmashtami With Wife Akshata Murthy at ISKCON

By

Published : Aug 19, 2022, 11:19 AM IST

লন্ডন, 19 অগস্ট: জন্মাষ্টমীতে ভক্তিবেদান্ত মনোর মন্দিরে পুজো দিলেন ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনক ৷ স্ত্রী অক্ষতা মূর্তির সঙ্গে বৃহস্পতিবার ওয়াটফোর্ডে ইসকনের এই মন্দিরে যান তিনি (UK PM Candidate Rishi Sunak Celebrates Janmashtami With Wife Akshata Murthy at ISKCON) ৷ সেখানে জন্মাষ্টমী উপলক্ষে পুজো দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি (UK PM Candidate) ৷ সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্টও করেছেন তিনি ৷

ভাদ্র মাসের অষ্টমীতিথিতে দাপর যুগে শ্রী কৃষ্ণের জন্ম হয় ৷ সেই উপলক্ষে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, ভাদ্র মাসের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালন করা হয় ৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনক ওয়াটফোর্ডে ইসকনের ভক্তিবেদান্ত মন্দিরে সস্ত্রীক পুজো দেন ৷ ঋষি সুনকের সাউথম্পটনে জন্ম ৷ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে এমবিএ করার সময় অক্ষতা মূর্তির সঙ্গে আলাপ হয় তাঁর ৷ 2006 সালে বেঙ্গালুরুতে দু’দিন ধরে জাঁকজমকের সঙ্গে বিয়ে হয় দু’জনের ৷ অক্ষতা মূর্তি ভারতীয় সফ্টওয়্যার ব্যারন এনআর নারায়ণ মূর্তির মেয়ে ৷

আরও পড়ুন:কীভাবে এখনও বেঁচে আছেন রুশদি, অবাক হামলাকারী

এই মুহূর্তে ইংল্যান্ডের প্রতিটি শহরে জোরকদমে প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনক ৷ এই নির্বাচনে তাঁর প্রধান প্রতিপক্ষ লিজ ট্রাস ৷ জনমত সমীক্ষায় লিজ ট্রাসের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন ঋষি সুনক ৷ নিজের প্রতিপক্ষ লিজ ট্রাস সম্পর্কে আত্মবিশ্বাসী ঋষি সুনক জানান, ডাউনিং স্ট্রিটের লড়াইয়ে তাঁর প্রতিপক্ষের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details