লন্ডন, 19 অগস্ট: জন্মাষ্টমীতে ভক্তিবেদান্ত মনোর মন্দিরে পুজো দিলেন ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনক ৷ স্ত্রী অক্ষতা মূর্তির সঙ্গে বৃহস্পতিবার ওয়াটফোর্ডে ইসকনের এই মন্দিরে যান তিনি (UK PM Candidate Rishi Sunak Celebrates Janmashtami With Wife Akshata Murthy at ISKCON) ৷ সেখানে জন্মাষ্টমী উপলক্ষে পুজো দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি (UK PM Candidate) ৷ সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্টও করেছেন তিনি ৷
ভাদ্র মাসের অষ্টমীতিথিতে দাপর যুগে শ্রী কৃষ্ণের জন্ম হয় ৷ সেই উপলক্ষে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, ভাদ্র মাসের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালন করা হয় ৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনক ওয়াটফোর্ডে ইসকনের ভক্তিবেদান্ত মন্দিরে সস্ত্রীক পুজো দেন ৷ ঋষি সুনকের সাউথম্পটনে জন্ম ৷ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে এমবিএ করার সময় অক্ষতা মূর্তির সঙ্গে আলাপ হয় তাঁর ৷ 2006 সালে বেঙ্গালুরুতে দু’দিন ধরে জাঁকজমকের সঙ্গে বিয়ে হয় দু’জনের ৷ অক্ষতা মূর্তি ভারতীয় সফ্টওয়্যার ব্যারন এনআর নারায়ণ মূর্তির মেয়ে ৷