কিভ, 9 এপ্রিল: ইউক্রেনের রাজধানী কিভে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson meets Ukraine president Zelenskyy in Kyiv) ৷ শনিবার দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এই বৈঠক হয় ৷ রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর এই প্রথম জি-7 গোষ্ঠীর কোনও রাষ্ট্রনেতা যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের মাটিতে পা দিলেন ৷ তাঁর এই সফর প্রসঙ্গে বরিস জনসন জানিয়েছেন, ইউক্রেনের মানুষকে সহমর্মিতা জানাতে ও তাঁদের পাশে থাকতেই তাঁর এই কিভ সফর ৷
এক টুইট বার্তায় এদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী লেখেন, "ইউক্রেনের মানুষকে সমর্থন জানাতে আজ আমি কিভে এসে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করেছি ৷ রাশিয়ার নৃশংস আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে তাদের পাশে থাকার যে আশ্বাস আমরা দিয়েছি, সেই প্রতিশ্রুতি রক্ষা করতে আজ প্রেসিডেন্টের সঙ্গে নতুন আর্থিক সাহায্য ও সামরিক সাহায্যের বিষয়ে কথা হয়েছে ৷ "