পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Boris Johnson in India : দু'দিনের ভারত সফরে এলেন বরিস জনসন - গুজরাতের আমেদাবাদে

ভারতে পা রাখলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ৷ আজ গুজরাতেই কাটাবেন তিনি ৷ আগামিকাল নয়াদিল্লিতে মোদি-জনসন বৈঠক হওয়ার কথা (Boris Johnson in India) ৷

UK PM Boris Johnson in Gujarat
আমেদাবাদে বরিস জনসন

By

Published : Apr 21, 2022, 10:19 AM IST

আমেদাবাদ, 19 এপ্রিল :ভারতে এলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ৷ বৃহস্পতিবার সকালে দু'দিনের সফরে তিনি গুজরাতের আমেদাবাদে নামেন ৷ ভারত-ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য 'ফ্রি ট্রেড এগ্রিমেন্ট' বা এফটিএ-কে জোরদার করা এই সফরের অন্যতম উদ্দেশ্য (UK PM Boris Johnson arrives at Ahmedabad in India for two-day visit) ৷

ব্রিটিশ হাইকমিশন সূত্রে জানা গিয়েছে ভারতে পা-রেখে জনসন বলেন, "আমি আজ ভারতে এলাম ৷ আমি দু'দেশের মধ্যে বিশাল সম্ভাবনা দেখতে পাচ্ছি ৷ 5জি টেলিকম থেকে শুরু করে এআই, স্বাস্থ্য গবেষণায় দু'দেশের মধ্যে নতুন সম্পর্ক, পুনর্ব্যহারযোগ্য শক্তি, সবক্ষেত্রে ব্রিটেন এবং ভারত দুনিয়াকে নেতৃত্ব দেবে ৷"

বরিসই প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি গুজরাতে এলেন ৷ এদিন সকালে আমেদাবাদে পা-রাখেন জনসন ৷ দেশের পঞ্চম বৃহৎ এই রাজ্যটি ব্রিটেনের প্রায় অর্ধেক ব্রিটিশ-ভারতীয়ের পূর্বপুরুষদের বসবাসস্থল ৷ শুক্রবার, 22 এপ্রিল সকালে জনসন দিল্লির রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ৷ এরপর তিনি মহাত্মা গান্ধির সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে যাবেন ৷

আরও পড়ুন : Mahatma Gandhi : দীপাবলিতে ব্রিটিশ রয়্যাল মিন্ট কালেকশনের মুদ্রায় মহাত্মা গান্ধি

22 এপ্রিল ব্রিটিশ প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করবেন ৷ দুই রাষ্ট্রনেতার মধ্যে রণকৌশল, কূটনৈতিক এবং অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে আলোচনা হবে ৷ তাছাড়া ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তার বিষয়টিও আলোচনায় স্থান পাবে ৷

এদিন বিকেলেই বরিস জনসন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও কথা বলবেন ৷ দুপুর একটা নাগাদ হায়দরাবাদ হাউজ়ে দু'পক্ষ একটি সাংবাদিক বৈঠক করবেন ৷ ব্রিটিশ হাইকমিশন একটি বিবৃতিতে জানিয়েছে, এ বছরের শুরুতে ভারত-ব্রিটেনের মধ্যে এফটিএ চুক্তি হয়েছে ৷ 2030-এর মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য রেখেছে দুই দেশ ৷

ABOUT THE AUTHOR

...view details