আমেদাবাদ, 19 এপ্রিল :ভারতে এলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ৷ বৃহস্পতিবার সকালে দু'দিনের সফরে তিনি গুজরাতের আমেদাবাদে নামেন ৷ ভারত-ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য 'ফ্রি ট্রেড এগ্রিমেন্ট' বা এফটিএ-কে জোরদার করা এই সফরের অন্যতম উদ্দেশ্য (UK PM Boris Johnson arrives at Ahmedabad in India for two-day visit) ৷
ব্রিটিশ হাইকমিশন সূত্রে জানা গিয়েছে ভারতে পা-রেখে জনসন বলেন, "আমি আজ ভারতে এলাম ৷ আমি দু'দেশের মধ্যে বিশাল সম্ভাবনা দেখতে পাচ্ছি ৷ 5জি টেলিকম থেকে শুরু করে এআই, স্বাস্থ্য গবেষণায় দু'দেশের মধ্যে নতুন সম্পর্ক, পুনর্ব্যহারযোগ্য শক্তি, সবক্ষেত্রে ব্রিটেন এবং ভারত দুনিয়াকে নেতৃত্ব দেবে ৷"
বরিসই প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি গুজরাতে এলেন ৷ এদিন সকালে আমেদাবাদে পা-রাখেন জনসন ৷ দেশের পঞ্চম বৃহৎ এই রাজ্যটি ব্রিটেনের প্রায় অর্ধেক ব্রিটিশ-ভারতীয়ের পূর্বপুরুষদের বসবাসস্থল ৷ শুক্রবার, 22 এপ্রিল সকালে জনসন দিল্লির রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ৷ এরপর তিনি মহাত্মা গান্ধির সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে যাবেন ৷