লন্ডন, 9 নভেম্বর: ব্রিটেনের আদালতে ধাক্কা খেলেন হিরে ব্যবসায়ী নীরব মোদি (Nirav Modi) ৷ ভারতে প্রত্যার্পণ ঠেকাতে তাঁর আবেদন খারিজ হয়ে গেল ব্রিটেনের হাইকোর্টে (UK High Court) ৷ মানসিক স্বাস্থ্যের কারণ দেখিয়ে এই আবেদন করেছিলেন তিনি ৷ বুধবার এই মামলার রায় দিতে গিয়ে আদালত জানিয়েছে যে ভারতে গিয়ে প্রতারণা ও অর্থ তছরূপের মামলায় নিপীড়িত হতে হবে বলে আত্মহত্যার ঝুঁকি রয়েছে, এমন নয় বিষয়টি ৷
প্রসঙ্গত, গত বছর নিম্ন আদালত নীরব মোদির ভারতের প্রত্যার্পণের পক্ষেই রায় দিয়েছিল ৷ সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছিলেন নীরব মোদি ৷ তবে হাইকোর্ট নিম্ন আদালতের রায়কেই যুক্তিযুক্ত বলে জানিয়ে দিয়েছে ৷
তবে এখনও নীরব মোদির আশা টিকে থাকছে ৷ কারণ, হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে তিনি ব্রিটেনের সুপ্রিম কোর্টে (UK Supreme Court) আবেদন জানাতে পারবেন ৷ আর এর জন্য তাঁর হাতে থাকছে মাত্র 14 দিন ৷ এই 14 দিনের মধ্যেই তাঁকে আবেদন করতে হবে ৷ কিন্তু যদি হাইকোর্ট জানায় যে এর মধ্যে নাগরিক স্বার্থ জড়িয়ে রয়েছে, তবেই সুপ্রিম কোর্টে আবেদন করা যাবে ৷ সেক্ষেত্রে নীরব মোদির জন্য ভারতে ফেরা আটকানোর সম্ভাবনা ক্ষীণ ৷ আপাতত তিনি ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসে আবেদন করতে পারেন এই প্রত্যার্পণ ঠেকানোর জন্য ৷