লন্ডন, 3 নভেম্বর: কৃত্তিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স নিয়ে হইচই পড়ে গিয়েছে সারাবিশ্বে ৷ কিন্তু টেসলার সিইও ইলন মাস্ক মনে করেন কৃত্তিম বুদ্ধিমত্তা আসলে ইতিহাসে বেশ গুরুত্বপূর্ণ শক্তি হবে ৷ বৃহস্পতিবার লন্ডনে এআই সেফটি সামিটের উদ্বোধনে গিয়ে তিনি এমনটাই জানিয়েছেন বলে সিএনএন জানিয়েছে ৷ ইলন মাস্ক বলেন, ‘‘এআই সম্ভবত ভালো কিছু করার জন্য একটি শক্তি হবে ৷ কিন্তু এটি খারাপ হওয়ার সম্ভাবনা শূন্য শতাংশ নয় ।"
ওই সম্মেলনে মাস্ক ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গেও কথা বলেছেন ৷ সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে তাঁরা নিজেদের মধ্যে সাক্ষাৎকার দেওয়ার ভঙ্গিতে কিছুক্ষণ কথা বলেন ৷ সেই আলোচনা হয় ল্যাঙ্কাস্টার হাউসের মঞ্চে ৷ ওই মঞ্চ সাধারণত কূটনৈতিক কারণে ব্যবহার করা হয় ৷
সেই আলোচনা আবার এক্স-এ মাস্কের অ্যাকাউন্টে লাইভ স্ট্রিম করা হয় ৷ টুইটার নামে আগে পরিচিত এই সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের মালিক এখন ইলন মাস্ক ৷ সিএনএন জানিয়েছে যে ঋষি সুনককে মাস্ক বলেন, ‘‘আমি এই মুহূর্তে দেখে আনন্দিত যে লোকেরা এআইকে গুরুত্ব সহকারে নিচ্ছে ৷ এই শীর্ষ সম্মেলনের জন্য ধন্যবাদ । আমি মনে করি এটি ইতিহাসে বেশ গুরুত্বপূর্ণ শক্তি হবে ৷" কৃত্তিম বুদ্ধিমত্তা সম্পর্কে মাস্কের আরও অনুমান, আগামিদিনে চাকরির প্রয়োজন হবে না ৷ বন্ধুত্বের ক্ষেত্রে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ৷