ওয়াশিংটন, 4 অক্টোবর: মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সাবমেরিনকে বিপদে ফেলতে সাগরের নিচে ফাঁদ পেতেছিল চিন ৷ অদৃষ্টের এমন পরিহাস যে সেই পাতা ফাঁদে পড়ে মৃত্যু হল পারমাণবিক সাবমেরিনে থাকা 55 জন চিনা নাবিকের ৷ ব্রিটেন থেকে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এমনই তথ্য সামনে এসেছে ৷
অসমর্থিত সূত্রের খবর বলে দাবি করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে, সাগরের নিচে অক্সিজেন সিস্টেমে সমস্যার কারণে 55 জন চিনা নাবিকের মৃত্যু হয়েছে ৷ মৃতদের মধ্যে সাবমেরিনের ক্যাপ্টেন রয়েছেন ৷ আর রয়েছেন 21 অফিসার ৷ তবে চিনের তরফে ওই মার্কিন প্রতিবেদনের দাবি অস্বীকার করা হয়েছে ৷
যদিও ব্রিটেনের ওই প্রতিবেদনে জানানো হয়েছে, চিনা সাবমেরিনটি হল '093-417' ৷ সেটি দুর্ঘটনার কবলে পড়ে ইয়োলো সি-তে ৷ গত 21 অগস্ট ঘটনাটি ঘটে৷ অক্সিজেন সিস্টেমে সমস্যার কারণে জলের নিচে সকলের বিষক্রিয়া হয় ৷ তার জেরেই এই মর্মান্তিক পরিণতি হয় ওই চিনা নাবিকদের ৷