ওয়াশিংটন, 25 অগস্ট:প্রকাশ্যে চলল গুলি । তাতে দু'জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন 3 জন । বুধবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে ওয়াশিংটনে ৷ 12.50 মিনিট নাগাদ নর্থ ক্যাপিটল এবং ও স্ট্রিট, নর্থওয়েস্ট থেকে পুলিশ গুলি চলার খবর জানতে পারে । জানা গিয়েছে যে এলাকায় গুলি চলেছে সেটি প্রবীণ নাগরিকদের বসবাসস্থল এবং এখানে একাধিক স্কুলও আছে (Two people killed and three injured in a shooting in northwest Washington DC) ৷
মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, বুধবার ট্রাক্সটন সার্কেলের কাছে এই ঘটনা ঘটে ৷ স্থানীয় সময় দুপুর একটার আগে একটি কালো এসইউভি এসে দাঁড়ায় একটি বাড়ির সামনে ৷ গাড়িটি থেকে 2জন বেরিয়ে সেমি-অটোমেটিক বন্দুক থেকে রাস্তায় লোকজনের উপর গুলি চালাতে থাকে । এমনই জানিয়েছেন এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পুলিশ আধিকারিক আশান বেনেডিক্ট ৷