পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Washington DC Shooting রাস্তায় আচমকা গুলি, ওয়াশিংটনে প্রাণ হারালেন 2 জন - America Shootout

ভরদুপুরে হঠাৎ রাস্তায় থামল কালো এসইউভি ৷ গাড়ি থেকে বেরিয়ে এল দু'জন ৷ সেমি অটোমেটিক বন্ধু থেকে গুলি চালাতে থাকল তারা ৷ ঘটনাটি আমেরিকার ওয়াশিংটন ডিসির (Washington DC shooting) ৷

Washington DC Shoot
ওয়াশিংটন ডিসিতে গুলি

By

Published : Aug 25, 2022, 1:56 PM IST

ওয়াশিংটন, 25 অগস্ট:প্রকাশ্যে চলল গুলি । তাতে দু'জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন 3 জন । বুধবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে ওয়াশিংটনে ৷ 12.50 মিনিট নাগাদ নর্থ ক্যাপিটল এবং ও স্ট্রিট, নর্থওয়েস্ট থেকে পুলিশ গুলি চলার খবর জানতে পারে । জানা গিয়েছে যে এলাকায় গুলি চলেছে সেটি প্রবীণ নাগরিকদের বসবাসস্থল এবং এখানে একাধিক স্কুলও আছে (Two people killed and three injured in a shooting in northwest Washington DC) ৷

মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, বুধবার ট্রাক্সটন সার্কেলের কাছে এই ঘটনা ঘটে ৷ স্থানীয় সময় দুপুর একটার আগে একটি কালো এসইউভি এসে দাঁড়ায় একটি বাড়ির সামনে ৷ গাড়িটি থেকে 2জন বেরিয়ে সেমি-অটোমেটিক বন্দুক থেকে রাস্তায় লোকজনের উপর গুলি চালাতে থাকে । এমনই জানিয়েছেন এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পুলিশ আধিকারিক আশান বেনেডিক্ট ৷

আরও পড়ুন: আমেরিকায় স্বাধীনতা দিবসের প্যারেডে গুলি, মৃত 6, গ্রেফতার ইউটিউবার

মোট পাঁচজনের গায়ে গুলি লেগেছিল ৷ এর মধ্যে 2 জন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং বাকিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ এরা সবাই প্রাপ্তবয়স্ক ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কালো গাড়িটি থেকে বেরনো দু'জন প্রকাশ্যে মাদকের কারবার চালাত ৷ মাদক বিক্রির অভিযোগে তাদের গ্রেফতারও করা হয়েছিল ৷

ABOUT THE AUTHOR

...view details