ক্য়ালিফোর্নিয়া, 27 মার্চ: রবিবার ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো কাউন্টির একটি গুরুদ্বারে দুই ব্যক্তিকে গুলি করা হয়েছে বলে খবর ৷ স্যাক্রামেন্টো কাউন্টি শেরিফের অফিসের সূত্র উল্লেখ করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আহতদের দু'জনের অবস্থাই আশঙ্কাজনক (Two Injured over Shooting) ৷ সেখানকার পুলিশ সূত্রের খবর, বন্দুকের লড়াই এমন দুই ব্যক্তির মধ্যে হয়েছে যারা একে অপরকে জানত ৷ তাই একেবারে ব্যক্তিগত বিবাদের জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের।
স্যাক্রামেন্টো কাউন্টির শেরিফ অফিসের মুখপাত্র অমর গান্ধি জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে দাঙ্গা বা সন্ত্রাসের কোনও যোগ নেই। দুই ব্যক্তির মধ্যে বিবাদ ছিল। তার জেরেই আচমকা একে অপরকে লক্ষ্য করে গুলি চালায় তারা। গুরুদ্বারেই তিনজনের মধ্যে বচসা শুরু হয়। সেখান থেকেই গুলি চলে। সন্দেহভাজনদের মধ্যে একজন ভারতীয় ৷ তিনি বর্তমানে পলাতক। অপর বন্দুকধারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ পলাতক বন্দুকধারীর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে স্থানীয় পুলিশ।
ঘটনাক্রমে জানা যায়, স্যাক্রামেন্টো শিখ সোসাইটি রবিবার ব্র্যাডশ রোডের গুরুদ্বারা সাহিব থেকে একটি নগর কীর্তনের (পবিত্র স্তোত্রের মিছিল) আয়োজন করেছিল ৷ হাজার হাজার মানুষ উৎসবে যোগ দেন। সকাল 10টায় অনুষ্ঠান হয়েছিল এবং তা বিকেল 5টা পর্যন্ত চলবে বলে আশা করা হয়েছিল। তারই মাঝে বচসা শুরু ৷ সেখান থেকেই এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালান অপর ব্যক্তি। সঙ্গে সঙ্গেই পালটা গুলি ছুটে আসে তাঁর দিকে। তবে গুলি চালানোর পরে বন্ধুকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেই পালিয়ে যান ওই প্রথম ব্যক্তি। অমর গান্ধীর মতে, "এই ঘটনায় অভিযুক্তরা সকলেই একে অপরের পরিচিত বলেই প্রাথমিক অনুমান। দীর্ঘদিনের সমস্যার জেরেই এই হামলা হয়েছে।"