পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Twitter Subscriber Service: ফের চালু টুইটারের 'সাবস্ক্রাইবার' পরিষেবা

ইলন মাস্ক (Elon Mask) অক্টোবরে টুইটার কেনার পর তিনি মাসে 8 মার্কিন ডলারের বিনিময়ে যে কাউকে নীল চেক বা ব্লু টিক (Twitter Blue Tick) দেওয়ার একটি পরিষেবা চালু করেন । কিন্তু এর ফলে ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা বেড়ে গিয়েছিল বলে খবর ৷ তাই টুইটার এটি চালু হওয়ার কয়েকদিন পরেই পরিষেবাটি স্থগিত করা হয় ।

Twitter Subscriber Service
Twitter Subscriber Service

By

Published : Dec 11, 2022, 10:32 AM IST

নিউইয়র্ক, 11 ডিসেম্বর: কয়েকমাসের মধ্যেই মুখ থুবড়ে পড়েছে টুইটারে চালু করা নীল চেকমার্ক (Twitter Blue Tick) সম্পর্কিত নতুন পরিষেবাটি ৷ তাই টুইটার আবারও তার প্রিমিয়াম পরিষেবা চালু করার চেষ্টা করছে ৷ আগের পরিষেবা চালু করার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার এক মাস পরে এটা করা হচ্ছে । এই সোশ্যাল মিডিয়া কোম্পানির তরফে শনিবার জানানো হয়েছে, সোমবার থেকে টুইটার ব্যবহারকারীদের নীল চেকমার্ক পেতে এবং এর বিশেষ বৈশিষ্ট্যগুলি অ্যাক্সেস করতে টুইটার ব্লু-তে সাবস্ক্রিপশন করতে হবে ।

নীল চেকমার্কটি মূলত কোম্পানি, সেলিব্রিটি, সরকারি সংস্থা এবং টুইটার দ্বারা যাচাই করা সাংবাদিকদের দেওয়া হয়েছিল । ইলন মাস্ক (Elon Mask) অক্টোবরে 44 বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কেনেন ৷ এরপরই তিনি একটি পরিষেবা চালু করেন ৷ এই পরিষেবায় প্রতি মাসে 8 মার্কিন ডলারের পরিবর্তে যে কাউকে টুইটারে নীল চেক বা ব্লু টিক দেওয়া হবে বলে ঘোষণা করা হয় । কিন্তু এতে বহু ভুয়ো অ্যাকাউন্ট ধরা পরে ৷ এমনকী এর প্রভাব মাস্কের ব্যবসা টেসলা এবং স্পেসএক্সের উপরও পরে ৷ তাই টুইটার চালু হওয়ার কয়েক দিনের মধ্যেই এই নতুন পরিষেবাটি স্থগিত করেছে ।

আরও পড়ুন:টুইটার ব্লু টিক সম্ভবত আগামী সপ্তাহের শেষে ফিরে আসবে, জানালেন মাস্ক

পুনরায় চালু করা পরিষেবাটির জন্য টুইটার ব্যবহারকারীদের মাসে 8 মার্কিন ডলার এবং আইফোন ব্যবহারকারীদের মাসে 11 মার্কিন ডলার দিতে হবে । টুইটার জানিয়েছে, এই পরিষেবায় গ্রাহকরা কম বিজ্ঞাপন দেখতে পাবেন ৷ দীর্ঘ ভিডিয়ো পোস্ট করতে পারবেন ৷ এছাড়া তাদের টুইটগুলি আরও বিশিষ্টভাবে বৈশিষ্ট্যযুক্ত হবে ।

ABOUT THE AUTHOR

...view details