সানফ্রান্সিসকো, 13 নভেম্বর: বমি করে ফেললেন টুইটার ম্যানেজার ৷ তাঁকে ডেকে ইলন মাস্ক জানান, কোম্পানির কর্মী সংখ্যা অর্ধেক করতে হবে ৷ তাই কয়েকশো কর্মী ছাঁটাই করা দরকার ৷ আর মাস্কের নির্দেশ শুনেই একটি ট্র্যাশ ক্যানে বমি করেন টুইটার ম্যানেজার ৷ ঘটনাটি সামনে এসেছে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে (Twitter Manager Vomited After Elon Musk Told Him To Fire Employees) ৷
রিপোর্টটির শিরোনাম- 'দু'সপ্তাহের হইচই: ইলন মাস্কের টুইটারের অন্দরমহলের গোলমাল' (Two Weeks of Chaos: Inside Elon Musk's Takeover of Twitter) ৷ 36 জন টুইটার কর্মচারীর সাক্ষাৎকার নিয়ে এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে, স্পষ্ট জানিয়েছে সংবাদমাধ্যমটি ৷ এতে গণহারে কর্মী ছাঁটাই, মাস্কের কোম্পানি রূপান্তর, 'চিফ টুইট'-এর দেওয়া চূড়ান্ত সময়সীমা নিয়ে বিস্তারিত লেখা হয়েছে ৷
36 জন কর্মীর সঙ্গে কথা বলে, টুইটারের আভ্যন্তরীণ কিছু নথিপত্র ঘেঁটে এবং ওয়ার্কপ্লেস চ্যাট লগগুলি খতিয়ে দেখে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, এই ঘন ঘন সিদ্ধান্ত অদলবদল, ভুলভ্রান্তিগুলি যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে ৷ নথিপত্র থেকে জানা গিয়েছে, গভীরে গিয়ে চিন্তাভাবনা না-করেই কয়েকজন উচ্চ আধিকারিককে ইমেল মারফৎ চাকরি না-থাকার খবর দেওয়া হয়েছে ৷ একজন ইঞ্জিনিয়ারিং ম্যানেজারকে নির্দেশ দেওয়া হয়, কয়েকশো কর্মীকে চাকরি থেকে বিদায় দিতে হবে ৷ তা শুনে তিনি একটি ট্র্যাশ ক্যানে বমি করতে থাকেন ৷ সে সময় বাকিরা ইলন মাস্কের আদেশ মেনে একনাগাড়ে কাজ করতে করতে অফিসেই ঘুমিয়ে পড়েছিলেন ৷