পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 5, 2022, 10:56 PM IST

Updated : Nov 6, 2022, 6:08 AM IST

ETV Bharat / international

Twitter Founder Apologies: একের পর এক চাকরি খাচ্ছেন মাস্ক, কর্মীদের কাছে ক্ষমা চাইলেন খোদ টুইটার প্রতিষ্ঠাতা

মাস্কের কার্যকলাপের জন্য ক্ষমা চাইলেন স্বয়ং টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি (Twitter Founder Jack Dorsey Apologies Amid Elon Musk's Change Overdrive) ।

Etv Bharat
Etv Bharat

সান ফ্রান্সিসকো, 5 নভেম্বর: টুইটার সংস্থার কর্মীদের ছাঁটাই করেই চলেছেন ইলন মাস্ক । টুইটারের নয়া কর্তা জানিয়েছেন, সংস্থার সাফল্যের জন্য এই পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি । এই আবহেই এবার মাস্কের কার্যকলাপের জন্য ক্ষমা চাইলেন স্বয়ং টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি (Twitter Founder Jack Dorsey Apologies Amid Elon Musk's Change Overdrive) ।

জ্যাক ডরসি টুইট করেছেন, "টুইটারের অতীত এবং এখনকার কর্মীরা অত্যন্ত সুকৌশলী এবং কর্মদক্ষ । তারা সবসময় একটি উপায় খুঁজে বের করবে তা যতই কঠিন হোক না কেন । আমি বুঝতে পারছি যে বর্তমান পরিস্থিতির জন্য অনেকেই আমার উপর হতাশ হয়েছেন । রেগে গিয়েছেন । এই পরিস্থিতির জন্য আমি দায়বদ্ধ । আমি খুব তাড়াতাড়ি কোম্পানির আয়তন থেকে শুরু করে কর্মীসংখ্যা বাড়িয়ে ফেলেছি । আমি ক্ষমা চাইছি ।"

আরও পড়ুন: হাজার হাজার চাকরি খেয়ে কী সাফাই দিলেন ইলন মাস্ক ?

আরেকটি টুইটে তিনি লিখেছেন, "যারা টুইটারে কাজ করেছেন তাঁদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ ।"

Last Updated : Nov 6, 2022, 6:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details