পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Twitter Founder Apologies: একের পর এক চাকরি খাচ্ছেন মাস্ক, কর্মীদের কাছে ক্ষমা চাইলেন খোদ টুইটার প্রতিষ্ঠাতা - Twitter

মাস্কের কার্যকলাপের জন্য ক্ষমা চাইলেন স্বয়ং টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি (Twitter Founder Jack Dorsey Apologies Amid Elon Musk's Change Overdrive) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 5, 2022, 10:56 PM IST

Updated : Nov 6, 2022, 6:08 AM IST

সান ফ্রান্সিসকো, 5 নভেম্বর: টুইটার সংস্থার কর্মীদের ছাঁটাই করেই চলেছেন ইলন মাস্ক । টুইটারের নয়া কর্তা জানিয়েছেন, সংস্থার সাফল্যের জন্য এই পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি । এই আবহেই এবার মাস্কের কার্যকলাপের জন্য ক্ষমা চাইলেন স্বয়ং টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি (Twitter Founder Jack Dorsey Apologies Amid Elon Musk's Change Overdrive) ।

জ্যাক ডরসি টুইট করেছেন, "টুইটারের অতীত এবং এখনকার কর্মীরা অত্যন্ত সুকৌশলী এবং কর্মদক্ষ । তারা সবসময় একটি উপায় খুঁজে বের করবে তা যতই কঠিন হোক না কেন । আমি বুঝতে পারছি যে বর্তমান পরিস্থিতির জন্য অনেকেই আমার উপর হতাশ হয়েছেন । রেগে গিয়েছেন । এই পরিস্থিতির জন্য আমি দায়বদ্ধ । আমি খুব তাড়াতাড়ি কোম্পানির আয়তন থেকে শুরু করে কর্মীসংখ্যা বাড়িয়ে ফেলেছি । আমি ক্ষমা চাইছি ।"

আরও পড়ুন: হাজার হাজার চাকরি খেয়ে কী সাফাই দিলেন ইলন মাস্ক ?

আরেকটি টুইটে তিনি লিখেছেন, "যারা টুইটারে কাজ করেছেন তাঁদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ ।"

Last Updated : Nov 6, 2022, 6:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details