ওয়াশিংটন, 26 এপ্রিল: আগেই মাইক্রোব্লগিং সাইট টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন টেসলার মালিক । এবার 44 বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে টুইটারের 100 শতাংশ শেয়ার কিনে নিলেন ধনকুবের ইলন মাস্ক ৷ ভারতীয় টাকায় সংখ্যাটা বি-শা-ল ৷ হিসাব মতো তা দাঁড়িয়েছে 3 লক্ষ 36 হাজার 481 কোটি 20 লক্ষ টাকা । টুইটারের প্রতি শেয়ার পিছু তাঁর খরচ পড়ল 54.20 ডলার ৷
টুইটারের বোর্ডের প্রধান ব্রেট টেলর বলেন, "হস্তান্তর প্রক্রিয়া শেষ হওয়ার পরে টুইটার ব্যক্তিগত মালিকানাধীন কোম্পানিতে পরিণত হবে । ফলে নিয়ম অনুযায়ী কোম্পানির বোর্ড ভেঙে দেওয়া হবে ।" চুক্তি অনুযায়ী এক বছরের মধ্যে পরাগকে সিইও পদ থেকে সরালে 42 মিলিয়ন ডলার দিতে হবে বলে শোনা যাচ্ছে ৷ তারপরেই টুইটারের বর্তমান সিইও পরাগ আগরওয়াল কর্মচারীদের আশ্বস্ত করে জানান, হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তিনিই সিইও থাকছেন । যদিও তিনি অনিশ্চয়তা প্রকাশ করে বলেন, "আমাদের কাছে সমস্ত প্রশ্নের উত্তর নেই । এই সময়টা খানিকটা টালমাটাল (Period of uncertainty says Twitter CEO Parag Agrawal) ।" এর আগে মাস্কের সঙ্গে এক যৌথ বিবৃতিতে পরাগ বলেছিলেন, "টুইটারের একটি উদ্দেশ্য এবং প্রাসঙ্গিকতা রয়েছে, যা সমগ্র বিশ্বকে প্রভাবিত করে ।"