ওয়াশিংটন, 19 ডিসেম্বর: এবার থেকে আর টুইটারে (Twitter) অন্যান্য সোশাল মিডিয়া বা মাইক্রোবগ্লিং সাইটের 'বিনামূল্য়ের প্রচার' (Free Promotion) করা যাবে না ৷ সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, এতদিন টুইটারে ফেসবুক, ইনস্টাগ্রাম-সহ বিভিন্ন সোশাল মিডিয়া বা মাইক্রোবগ্লিং সাইটের লিংক, ইউজার নেম প্রভৃতি শেয়ার বা পোস্ট করা যেত ৷ কিন্তু, এবার থেকে টুইটার ব্যবহারকারীরা আর সেটা করতে পারবেন না ৷
রবিবার টুইটারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত ঘোষণা করার পরই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা ৷ নানা মহলে এর সমালোচনা শুরু হয় ৷ প্রসঙ্গত, ধনকুবের ইলন মাস্ক (Elon Musk) টুইটারের মালিকানা পাওয়ার পর থেকেই একের পর 'সংস্কার' করে চলেছেন ৷ অধিকাংশ ক্ষেত্রেই তাঁর পদক্ষেপ বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েছে ৷ এবার সেই তালিকায় জুড়ে গেল 'বিনামূল্য়ের প্রচার' সংক্রান্ত এই সিদ্ধান্তটিও ৷ উল্লেখ্য, চলতি বছরেরই প্রথম দিকে 4 হাজার 400 কোটি মার্কিন ডলারের বিনিময়ে টুইটার কেনেন ইলন ৷ তারপর থেকেই বিতর্কের পর বিতর্ক চলছে ৷
আরও পড়ুন:'কু'কে সাসপেন্ড করল টুইটার ! 'বিকল্প আমরা', ইলন মাস্ককে চ্যালেঞ্জ মায়াঙ্কের