পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

PM Modi 'Official' Twitter: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার 'অফিসিয়াল' ! মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে

খোদ ভারতীয় প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেলে ভেসে উঠল 'অফিসিয়াল' ৷ কিন্তু তারপর ? আর নেই ৷ ইলন মাস্ক কী বললেন (PM Narendra Modi Twitter Handle Official label)?

Elon Musk Twitter
ETV Bharat

By

Published : Nov 10, 2022, 5:32 PM IST

ওয়াশিংটন, 10 নভেম্বর: ঠিক পরের মুহূর্তে কী হবে, তা কেউ জানে না অথবা যা খুশি তাই হতে পারে ৷ মূল্যবান এই চলতি কথাটি যেন বারে বারে সত্যি করে দেখাচ্ছেন ইলন মাস্ক (Elon Musk) ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্টে হঠাৎ 'অফিসিয়াল' (Official) কথাটি ভেসে উঠল ৷ কিন্তু তারপরেই উধাও ৷ বুধবার এমন অদ্ভুত ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রী, রাজনাথ সিং ও আরও অনেক কেন্দ্রীয় মন্ত্রীর টুইটার হ্যান্ডেলে ৷

টুইটার কেনার পর নানারকমের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন ধনকুবের মাস্ক ৷ এমনিতেই 'ব্লু টিক'-এর জন্য (Blue Tick Verification) মাস্ককে 8 মার্কিন ডলার দেওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে ৷ এর মধ্যে যোগ হল 'অফিসিয়াল' (Official) লেবেল ৷

ভারত ছাড়া অন্য দেশের জনপ্রিয় ব্যক্তিত্বদের টুইটার হ্যান্ডেলেও 'অফিসিয়াল' লেবেল দেখা যায় এবং তারপরেই ভ্যানিশ ৷ এ নিয়ে একজন আমেরিকান ইউটিউবার মারকেজ ব্রাউনলি একটি টুইট করেন, "তাহলে এবার দু'টো ভেরিফায়েড চেক হচ্ছে ৷ একটা আপনার প্রোফাইলের পাশে, উত্তরে, রিটুইটগুলিতে এবং অন্য সব জায়গায় ৷ এর মানে আপনি টুইটারের ব্লু সাবস্ক্রাইবার (Blue Tick Subscriber) ৷ আর অন্যটা (অফিসিয়াল) কয়েকটি নির্দিষ্ট প্রোফাইলে দেখা যাচ্ছে এবং টাইমলাইনে ৷" এরপর তিনি আরেকটি টুইট করে জানান, "এখন আর দেখা যাচ্ছে না" ৷ এর উত্তরে ইলন মাস্ক রসিকতা করেন, "আমি এখুনি এটাকে মেরে ফেললাম (I just Killed it) ৷"

আরও পড়ুন: টুইটারের পথেই ফেসবুকের মূল কোম্পানি মেটা ! ছাঁটাই 13% কর্মী

বুধবার টুইটার কর্তৃপক্ষ জানিয়েছিল, ভারতের কিছু নির্বাচিত গুরুত্বপূর্ণ মিডিয়া এবং সরকারি সংস্থার টুইটার হ্যান্ডেলে 'অফিসিয়াল' লেবেল দেওয়া হবে ৷ ব্লু টিক ভেরিফিকেশন মার্কও থাকবে এর সঙ্গে ৷ কিন্তু অদ্ভুত ভাবে স্বয়ং প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেলে অফিসিয়াল ভেসে উঠে মিলিয়ে গিয়েছে ৷

এসব বিতর্ক এড়াতে ইলন মাস্ক আরেকটি টুইট করেন, "প্লিজ জেনে রাখুন, আগামী মাসগুলিতে টুইটার এখন অনেক আজব কাজকর্ম করবে ৷ যেটা ঠিকঠাক কাজ করবে, সেটাকে রাখব এবং যেটা করবে না, তাকে বদলে দেব ৷"

এর মানে কি ভারতের প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেলে 'অফিসিয়াল' লেবেল কাজ করেনি ? স্পষ্ট উত্তর দেননি মার্কিন ধনকুবের ৷ শুধু 'হটলাইন অপারেটরের কাছে অভিযোগ করুন' জানিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details