ওয়াশিংটন, 10 নভেম্বর: ঠিক পরের মুহূর্তে কী হবে, তা কেউ জানে না অথবা যা খুশি তাই হতে পারে ৷ মূল্যবান এই চলতি কথাটি যেন বারে বারে সত্যি করে দেখাচ্ছেন ইলন মাস্ক (Elon Musk) ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্টে হঠাৎ 'অফিসিয়াল' (Official) কথাটি ভেসে উঠল ৷ কিন্তু তারপরেই উধাও ৷ বুধবার এমন অদ্ভুত ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রী, রাজনাথ সিং ও আরও অনেক কেন্দ্রীয় মন্ত্রীর টুইটার হ্যান্ডেলে ৷
টুইটার কেনার পর নানারকমের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন ধনকুবের মাস্ক ৷ এমনিতেই 'ব্লু টিক'-এর জন্য (Blue Tick Verification) মাস্ককে 8 মার্কিন ডলার দেওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে ৷ এর মধ্যে যোগ হল 'অফিসিয়াল' (Official) লেবেল ৷
ভারত ছাড়া অন্য দেশের জনপ্রিয় ব্যক্তিত্বদের টুইটার হ্যান্ডেলেও 'অফিসিয়াল' লেবেল দেখা যায় এবং তারপরেই ভ্যানিশ ৷ এ নিয়ে একজন আমেরিকান ইউটিউবার মারকেজ ব্রাউনলি একটি টুইট করেন, "তাহলে এবার দু'টো ভেরিফায়েড চেক হচ্ছে ৷ একটা আপনার প্রোফাইলের পাশে, উত্তরে, রিটুইটগুলিতে এবং অন্য সব জায়গায় ৷ এর মানে আপনি টুইটারের ব্লু সাবস্ক্রাইবার (Blue Tick Subscriber) ৷ আর অন্যটা (অফিসিয়াল) কয়েকটি নির্দিষ্ট প্রোফাইলে দেখা যাচ্ছে এবং টাইমলাইনে ৷" এরপর তিনি আরেকটি টুইট করে জানান, "এখন আর দেখা যাচ্ছে না" ৷ এর উত্তরে ইলন মাস্ক রসিকতা করেন, "আমি এখুনি এটাকে মেরে ফেললাম (I just Killed it) ৷"