পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Trump on Twitter Joining : ইলন মাস্ক 'ভাল মানুষ' হলেও টুইটারে ফিরতে নারাজ ডোনাল্ড ট্রাম্প - ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল প্ল্যাটফর্ম

টুইটার কিনে নিয়েছেন ধনকুবের ইলন মাস্ক ৷ এবার যদি তাঁর টুইটার অ্যাকাউন্টটি ফের চালু করে দেন মাস্ক ? তাহলে কী করবেন ডোনাল্ড ট্রাম্প ? গতবছর নিজের সোশ্যাল প্যাটফর্ম এনেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট (Trump on Twitter Joining) ৷

Donald Trump after Elon Musk Twitter Purchase
ইলন মাস্ক টুইটার কিনলেও ডোনাল্ড ট্রাম্প কী করবেন

By

Published : Apr 26, 2022, 12:39 PM IST

নিউ ইয়র্ক, 26 এপ্রিল :তিনি কিছুতেই ফিরছেন না, সাফ জানিয়ে দিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ ধনকুবের ইলন মাস্ক টুইটার কিনেছেন কড়কড়ে 4 হাজার 440 কোটি মার্কিন ডলার দিয়ে ৷ যদিও হস্তান্তর প্রক্রিয়া বাকি রয়েছে ৷ এরপর যদি কোনওভাবে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টটি চালু হয় ? প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁর নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল' নিয়ে ব্যস্ত ৷ গত বছর এই সোশ্যাল প্ল্যাটফর্মটি এলেও একাধিক সমস্যায় জর্জরিত (Trump says he has no plans to rejoin Twitter after Musk deal) ৷

সংবাদমাধ্যমটি ট্রাম্পের উক্তি তুলে জানিয়েছে, "আমি টুইটারে যাচ্ছি না ৷ ট্রুথের সঙ্গেই থাকব ৷" ইলনকে 'ভাল মানুষ' হিসেবে উল্লেখ করে ডোনাল্ড (Former President Donald Trump) বলেন, "আশা করি, ইলন টুইটার কিনে এর আরও উন্নতি করবে ৷ আমি ট্রুথেই থাকব ৷" 2021-এর 6 জানুয়ারি ক্যাপিটল কাণ্ডের পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয় ৷ টুইটার সেই সময় হিংসায় ফের উসকানি না দেওয়ার কারণ দেখিয়েছিল ৷ এতে তাঁর অনুগামীদের থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন ডোনাল্ড ৷

আরও পড়ুন : Musk owns Twitter : 'সময়টা টালমাটাল', মাস্ক টুইটার কেনার পরেই দুশ্চিন্তায় পরাগ

সেই সময় টুইটারে প্রাক্তন প্রেসিডেন্টকে ফলো করতেন প্রায় প্রায় 8 কোটি 90 লক্ষ নেটিজেন ৷ বিশ্বের ধনীতম মানুষ ইলন মাস্ক টুইটারকে ব্যক্তিগত মালিকানার অধীনে আনতে চেয়েছিলেন অনেক দিন ধরেই ৷ তিনি মনে করেন, টুইটারে যতটা বাকস্বাধীনতা থাকা দরকার, তা নেই ৷ 2024-এ আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন ৷ 2020-তে আমেরিকার গদি ছেড়ে ট্রাম্প একের পর এক মিথ্যে কথা রটিয়ে গিয়েছেন ৷ এবার মাস্ক কি আদৌ ট্রাম্পকে তাঁর টুইটার অ্যাকাউন্টে কথা বলার অধিকার দেবেন ?

সোমবার ইলন মাস্কের টুইটার কেনাক স্বাগত জানিয়েছেন ৷ তবে টুইটার এবার তাঁর নিজের সোশ্যাল প্ল্যাটফর্মের প্রতিযোগী ৷ ডোনাল্ড ট্রাম্প বলেন, "ট্রুথ সোশ্যালই আমার ভয়েস হবে ৷ আর সেটা এমন কিছু, যা কেউ কেড়ে নিতে পারবে না ৷" সম্প্রতি ওহিওতে একটি ব়্যালিতে তিনি তাঁর ভক্তদের ট্রুথ সোশ্যালে (Truth Social) যোগ দিতে আর্জি জানান ৷ তাঁর বার্তা, "বেরিয়ে পড়ুন এবং এখুনি সাইন আপ করুন ৷ প্রচুর আনন্দ পান ৷"

আরও পড়ুন : Donald Trump : 'ট্রুথ সোশ্যাল অ্যাপ' নিয়ে সামাজিক মাধ্যমে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প

ABOUT THE AUTHOR

...view details