বেইজিং, 8 জানুয়ারি:কোভিড বিধি শিথিল (China Lifts Covid Travel Restrictions) হওয়ার পর চিনা নববর্ষের ছুটিতে যখন ভ্রমণকারীদের ভিড়ে জমজমাট বেইজিং, তখনই দক্ষিণ চিনে একটি ট্র্যাফিক দুর্ঘটনায় 17 জনের মৃত্যু হল ৷ আহত হয়েছেন 22 জন ৷ স্থানীয় ট্র্যাফিক ম্যানেজমেন্ট ব্রিগেড জানিয়েছে, জিয়াংসি প্রদেশের নানচাং শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে । তবে কতগুলি যানবাহন এই দুর্ঘটনার কবলে পড়েছে বা কী ভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয় ৷ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ট্র্যাফিক ম্যানেজমেন্ট ব্রিগেড ৷
ওয়েবসাইট জিমু নিউজ একজন স্থানীয় বাসিন্দার উদ্ধৃতি তুলে ধরে বলেছে যে, নিহতরা তাওলিং গ্রামের বাসিন্দা ৷ এক ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য রাস্তার পাশে একটি তাঁবু খাটিয়েছিলেন তাঁরা ৷ গ্রামীণ চিনে এমনই চল রয়েছে ৷ রবিবার ভোরে তাঁরা স্থানীয় শ্মশানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ৷ তখনই বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রাক তাঁদের ধাক্কা মারে ৷ হতাহতদের মধ্যে বেশ কয়েকজন তাঁর প্রতিবেশী ছিলেন বলে জানিয়েছেন ডেং নামে ওই মহিলা ৷ জিমু নিউজ ঘটনাটির সত্যতা নিশ্চিত করার জন্য অপর একজন অজ্ঞাত গ্রামবাসীকে উদ্ধৃত করে বলেছে যে, ঘটনাস্থল ইতিমধ্যেই পরিষ্কার করা হয়েছে । তবে আহতদের অবস্থা এখনও জানা যায়নি ।
বেশিরভাগ কোভিড 19 নিষেধাজ্ঞার অবসানের ফলে এ বছর 22 জানুয়ারি থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী উত্সবের মরশুমে বেইজিং-এ ভ্রমণকারীদের সংখ্যা দ্বিগুণ হয়ে 200 কোটিরও বেশি হবে বলে মনে করা হচ্ছে । চিন 8 জানুয়ারি থেকে অভ্যন্তরীণ ভ্রমণকারীদের জন্য তার কোভিড বিধিনিষেধ তুলে নেবে বলে জানিয়েছে । তারা বিদেশ ভ্রমণের জন্য নাগরিকদের ভিসা দেওয়াও আবার শুরু করবে । এনএইচকে ওয়ার্ল্ডের দাবি, চিনের অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা 8 জানুয়ারি থেকে পর্যটন এবং বিদেশে ভ্রমণের জন্য পাসপোর্ট ইস্যু করার আবেদন গ্রহণ শুরু করবে । কঠোর জিরো কোভিড নীতি শিথিল করার এবং আন্তর্জাতিক ভ্রমণকারীদের উপর বিধিনিষেধ কিছুটা শিথিল করার কয়েকদিন পরেই এই পদক্ষেপ করছে চিন ৷