লন্ডন, 27 মে :এই প্রথম কোনও ভারতীয় ভাষায় লেখা উপন্যাস আন্তর্জাতিক বুকার প্রাইজ পেল ৷ দিল্লির লেখক গীতাঞ্জলি শ্রী এবং ইংরেজি অনুবাদক ডেইজি রকওয়েল যৌথভাবে এই পুরস্কার পেলেন উপন্যাস 'টুম্ব অফ স্যান্ড'-এর জন্য ৷ প্রথমে 'রেত সমাধি' নামের এই উপন্যাসটি লিখেছিলেন গীতাঞ্জলি (Tomb of Sand by Geetanjali Shree first Hindi Novel to win the International Booker Prize) ৷
এরপর 'রেত সমাধি' ইংরেজিতে অনুবাদ করেন ডেইজি রকওয়েল ৷ দুই লেখক 50 হাজার পাউন্ড অর্থ পুরস্কার পাবেন ৷ বুকার প্রাইজ কমিটি এনিয়ে একটি টুইটও করেছে ৷ সেখানে গীতাঞ্জলি শ্রী (Geetanjali Shree) এবং ডেইজি রকওয়েলকে (Daisy Rockwell) শুভেচ্ছা জানানো হয়েছে ৷ হিন্দিতে লেখা উপন্যাসটি দেশভাগ নিয়ে এবং উত্তর ভারতে 80 বছরের এক বৃদ্ধার জীবনের কথা তুলে ধরা হয়েছে 'রেত সমাধিতে' ৷
আরও পড়ুন : Sana Irshad Pulitzer Prize 2022 : কাশ্মীরের চিত্রসাংবাদিক সানা ইরশাদের ঝুলিতে পুলিৎজার