জোহানেসবার্গ, 13 অগস্ট: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে সম্পর্কের যোগসূত্রটা তৈরি করে দিয়েছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধি অর্থাৎ, গান্ধিজি ৷ তাঁর সেই যোগসূত্রকে আজও বজায় রেখে চলেছে দুই দেশ ৷ তারই এক নিদর্শন পেতে চলেছে দুই দেশ ৷ ভারতের 77 তম স্বাধীনতা দিবস সাড়ম্বরে পালিত হবে দক্ষিণ আফ্রিকার অর্থনীতির ক্ষেত্র জোহানেসবার্গে ৷ সেখানকার আইকনিক ওয়ান্ডারার্স ক্রিকেট স্টেডিয়ামে 15 অগস্ট 15 হাজার মানুষ নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভারতের স্বাধীনতা দিবস পালন করবে ৷ যার পোশাকি নাম রাখা হয়েছে, ‘ইন্ডিয়া ডে’ ৷
12 ঘণ্টার এই দীর্ঘ অনুষ্ঠানে জোহানেসবার্গ-সহ প্রোটিয়াসের দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভারতীয় বংশোদ্ভুতরা উপস্থিত হবেন ৷ ভারতের বিভিন্ন আঞ্চলিক সংস্কৃতিকে সেখানে তুলে ধরা হবে ৷ দক্ষিণ আফ্রিকার সংস্কৃতিকে তুলে ধরবেন সেখানকার স্থানীয় শিল্পীরা ৷ সব মিলিয়ে জমজমাট একটা অনুষ্ঠানের আয়োজন করেছে জোহানেসবার্গের ইন্ডিয়া ক্লাব ৷ সেখানকার চেয়ারম্যান মণীশ গুপ্তা এই পুরো আয়োজনের মাথায় রয়েছে ৷ সেই সঙ্গে স্থানীয় প্রশাসন এবং ভারতীয় দূতাবাস তাদের সাহায্য করছে ৷