পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Israel-Hamas Conflict: 'ওরা আমার যত্ন নিচ্ছে', হামাসের ভিডিয়োতে বললেন গাজায় পণবন্দি ইজরায়েলি তরুণী - ভিডিয়ো প্রকাশ হামাসের

Hamas release video of Israeli woman: হামাসের প্রকাশিত একটি ভিডিয়োতে গাজায় পণবন্দি ইজরায়েলি তরুণী বললেন, জঙ্গি গোষ্ঠী তাঁর যত্ন নিচ্ছে ৷ ওই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, আহত তরুণীর চিকিৎসা চলছে ৷

Hamas release video of Israeli woman
গাজায় পণবন্দি ইজরায়েলি তরুণীর ভিডিয়ো

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 6:32 PM IST

নয়াদিল্লি, 17 অক্টোবর:পণবন্দি এক ইজরায়েলি তরুণীর ভিডিয়ো প্রকাশ করল হামাস ৷ গত 7 অক্টোবর ইজরায়েলের কিবুতজ রেইম এলাকায় একটি সঙ্গীত উত্সবে হামলা চালিয়ে ওই তরুণীকে অপহরণ করেছিল হামাস জঙ্গিরা ৷ রেভ পার্টিতে কমপক্ষে 260 জন নিহত হয়েছিলেন ৷ টেলিগ্রামে হামাস যে ভিডিয়োটি প্রকাশ করেছে, পণবন্দি ওই যুবতীর চিকিৎসা চলছে ৷ তিনি নিজেকে মিয়া শেম নামে পরিচয় দেন ৷

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, 21 বছর বয়সি মিয়া শুয়ে আছেন, আর তাঁর ডান হাতের চারপাশে ব্যান্ডেজ জড়ানো । ভিডিয়োয় তিনি বলছেন,

"হাই, আমি মিয়া শেম, শোহমের বাসিন্দা ৷ বয়স 21 বছর । বর্তমানে আমি গাজায় আছি । আমি শনিবার সকালে সেরট থেকে ফিরে এসেছি ৷ আমি একটি পার্টিতে ছিলাম ৷ আমার হাতে গুরুতর আঘাত লেগেছে । আমি হাসপাতালে (গাজায়) ৷ 3 ঘণ্টা ধরে আমার হাতে অস্ত্রোপচার করি । ওরা আমার যত্ন নিচ্ছে, আমাকে ওষুধ দিচ্ছে, সবকিছু ঠিক আছে ৷"

তরুণীর মাতৃভাষায় বলা কথাগুলি উদ্ধৃত করে এই ভিডিয়োটি পোস্ট করেছে জেরুজালেম পোস্ট ৷ ওই তরুণী আরও বলেন, "আমি শুধু চাইছি যেন আমাকে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরিয়ে দেওয়া হোক ৷ আমার পরিবারের কাছে, আমার বাবা-মা, আমার ভাইবোনদের কাছে ফিরিয়ে দেওয়া হোক । দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে বের করে দিন ৷"

আরও পড়ুন:ইজরায়েলের বিমানহানার জন্য বন্ধ রাফা ক্রসিং, গাজায় ত্রাণ পাঠানো নিয়ে অনিশ্চিয়তা

ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে যে, সামরিক বাহিনী ইতিমধ্যেই মিয়ার অপহরণের কথা তাঁর পরিবারকে জানিয়েছে । আইডিএফ তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছে, "গত সপ্তাহে মিয়াকে হামাস অপহরণ করে ৷ আইডিএফ কর্মকর্তারা তখন মিয়ার পরিবারকে অবহিত করেন এবং তাদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করছেন । হামাসের প্রকাশিত ভিডিয়োতে তারা নিজেদেরকে মানবিক হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে । তবে, তারা একটি ভয়ংকর সন্ত্রাসবাদী সংগঠন । শিশু, পুরুষ, মহিলা এবং বয়স্কদেরও হত্যা ও অপহরণ করেছে । এই সময়ে আমরা মিয়া-সহ সমস্ত পণবন্দিদের ফিরিয়ে আনার জন্য সমস্ত গোয়েন্দা এবং অপারেশনাল ব্যবস্থা নিযুক্ত করছি ৷"

হামাসের আরবি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ভিডিয়োটির ক্যাপশনে লেখা হয়েছে, "আল-কাসাম ব্রিগেডের মুজাহিদিনরা গাজায় একজন মহিলা বন্দিকে চিকিৎসা পরিষেবা দিচ্ছে, যে আল-আকসা যুদ্ধের প্রথম দিনে বন্দি হয়েছিল ।" কোন সময়ে ভিডিয়োটি রেকর্ড করা হয়েছে, সে সম্পর্কে হামাস কোনও ব্যাখ্যা দেয়নি । তবে জঙ্গি গোষ্ঠী সোমবার দাবি করেছে যে, তারা গাজায় 200 জনকে পণবন্দি করে রেখেছে এবং আরও 50 জনকে অন্য দলগুলোর হাতে বন্দি করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details