ওয়াশিংটন, 25 অক্টোবর:ইজরায়েল নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারে ৷ বন্ধু দেশের পাশে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। গাজায় ইজরায়েলের আক্রমণ-জল্পনার মধ্যে এমনটাই বললেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ 7 অক্টোবর হামাস জঙ্গিরা ইজরায়েলে হামলা করে ৷ তা থেকেই যুদ্ধের শুরু ৷ এই ঘটনায় 1 হাজার 400 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। 2007 সাল থেকে গাজায় শাসন করছে ইসলামিক জঙ্গি গোষ্ঠী হামাস ৷ তার বিরুদ্ধে ইজরায়েল ব্যাপকভাবে পালটা আক্রমণ শুরু করেছে।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে ছবি তোলার সময় বাইডেনকে ইজরায়েল নিয়ে প্রশ্ন করা হয়। তাঁকে জিজ্ঞেস করা হয়, আপনি কি গাজায় স্থলাভিযান চালানোর জন্য ইজরায়েলকে অপেক্ষা করতে অনুরোধ করছেন? উত্তরে বাইডেন বলেন, "ইজরায়েল তাদের নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে।" গত সপ্তাহে, ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট গাজায় নিরাপত্তা ব্যবস্থা পরিবর্তনের জন্য পরিকল্পনার কথা তুলে ধরেন ৷ হামাসকে সেখান থেকে উৎখাদের জন্য তিনটি পর্যায় বিশিষ্ট পরিকল্পনা তৈরি করা হয়েছে বলে তিনি জানান ।