পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Terror Attack at Karachi: করাচির পুলিশ প্রধানের দফতরে জঙ্গিহামলা - Karachi terror attack

শুক্রবার রাতে জঙ্গিরা হামলা চালায় করাচির পুলিশ প্রধানের দফতরে ৷ গ্রেনেড বিস্ফোরণ করে জঙ্গিরা ভিতরে ঢোকে (Karachi terror attack) ৷

ETV Bharat
করাচির পুলিশ প্রধানের দফতরে জঙ্গি হামলা

By

Published : Feb 17, 2023, 10:56 PM IST

Updated : Feb 18, 2023, 7:33 AM IST

করাচি, 17 ফেব্রুয়ারি: পাকিস্তানে ফের জঙ্গি নিশানায় নিরাপত্তা বাহিনী ৷ শুক্রবার রাতে একদল জঙ্গি হামলা চালায় করাচির পুলিশ প্রধানের দফতরে ৷ স্থানীয় সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, 8 থেকে 10 জন সশস্ত্র জঙ্গি এদিন হামলা চালিয়েছে ৷ করাচির পুলিশ প্রধান জাভেদ ওধো এই হামলার কথা স্বীকার করেছেন ৷ তিনি জানিয়েছেন, বেশ কয়েক রাউন্ড গুলি চালায় জঙ্গিরা (Karachi police Chief office under terror attack) ৷

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই অফিস চত্বরে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ এখনও চলছে ৷ জানা গিয়েছে, এদিন প্রথমে হ্যান্ড গ্রেনেড ছোড়ে জঙ্গিরা ৷ তারপর 4 তলা ওই দফতরে প্রবেশ করে তারা ৷ ঘটনাস্থল থেকে প্রচুর বিস্ফোরণ ও গুলি চলার আওয়াজ মিলেছে ৷ এই বহুতলের দায়িত্বে থাকা প্যারামিলিটারি রেঞ্জার্স ও পুলিশের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ চলছে বলে খবর (Karachi police Chief office) ৷

সংবাদ সংস্থা জানিয়েছে, যেসময় ওই হামলা চালানো হয় তখন সেখানে পুলিশের বেশ কয়েকজন আধিকারিকও উপস্থিত ছিলেন ৷ এখনও পর্যন্ত একজন পুলিশকর্মীর আহত হওয়ার খবর মিলেছে ৷ তাঁকে জিন্না পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল সেন্টারে ভরতি করা হয়েছে ৷ তিনি গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর ৷ ঘটনাস্থল সংলগ্ন সমস্ত রাস্তা জনসাধারণের বন্ধ করে দিয়েছে পুলিশ ৷ পাঠানও হয়েছে আরও পুলিশ বাহিনী (terrorists attack Karachi police office) ৷

আরও পড়ুন: 'ব্রিটিশ-ভারত সম্পর্ক নষ্ট করতে তৈরি বিবিসির মোদি-তথ্যচিত্র', তুলোধনা সাংসদের

উল্লেখ্য, পাকিস্তান এই মুহূর্তে অর্থিক সংকটের মধ্যে দিয়ে চলছে ৷ তারমধ্যেই এই দেশে হয়ে চলেছে একের পর এক জঙ্গি হামলা ৷ গত, 30 জানুয়ারিও পেশোয়ারের একটি মসজিদে হামলা চালায় জঙ্গিরা ৷ আত্মঘাতী ওই হানায় একশো জনেরও বেশি মানুষের মৃত্যু হয় ৷ উল্লেখ্য, গত বছর নভেম্বরেই সংঘর্ষ বিরতি থেকে বেরিয়ে আসে পাক তালিবানরা ৷ তারপর থেকেই এখানে লাফিয়ে বেড়েছে জঙ্গিহানার ঘটনা ৷

Last Updated : Feb 18, 2023, 7:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details