হায়দরাবাদ, 24 জানুয়ারি:মার্কিন মুলুকে আবারও শুট-আউট ৷ লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়ার পর লাগাতার শুট-আউটের ঘটনায় সংযোজন হলশিকাগোর নাম ৷ রবিবার দুপুরে মার্কিন মুলুকে এই শুটআউটের ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুই ভারতীয় ৷ দু'জনেই তেলেঙ্গানার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ রবিবার দুপুর নাগাদ আমেরিকার শিকাগোতে একটি অ্যাপার্টমেন্টে গুলি চালনার ঘটনা ঘটে ৷ এতে দক্ষিণের রাজ্যটির দুই ছাত্র সাই চরণ ও দেবাশিস জখম হয়েছেন ৷ সাই চরণ সঙ্গারেড্ডির বাসিন্দা৷ চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করতে তিনি 11 মাস আগে শিকাগো পাড়ি দিয়েছেন ৷
রবিবার বিকেল নাগাদ তাঁরা অ্যাপার্টমেন্ট চত্বরেই বন্ধুদের সঙ্গে বেড়াতে বেরিয়েছিলেন ৷ সেই সময় তাঁদের লক্ষ্য করে এক ব্যক্তি গুলি চালাতে শুরু করে ৷ সাই চরণ ও দেবাশিস গুরুতর আহত হন ৷ তাঁদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাঁদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে ৷ সূত্রে জানা গিয়েছে, এখন তাঁদের শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল ৷ ইতিমধ্যে দেবাশিসের বাবা-মা, ভাই শিকাগোয় পৌঁছে গিয়েছেন (Telangana students injured in US shootout) ৷