ওয়াশিংটন, 20 অক্টোবর: ওয়াশিংটনের টপেনিশ 4 জনকে গুলি করল 19 বছরের এক তরুণ ৷ এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে ৷ ওয়াশিংটন পুলিশের তরফে জানানো হয়েছে, ওই হামলার পর অভিযুক্ত তরুণ নিজেকে গুলি করে করেন ৷ টপেনিশ পুলিশের প্রধান জন ক্ল্যারি একটি বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ভোর 5টা নাগাদ ঘটনাটি ঘটেছে ৷ এই ঘটনায় মৃত্যু হয়েছে 13 বছরের এক কিশোরের ৷ হামলায় গুরুতর অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছে আরও এক যুবক ৷
পুলিশ প্রধানের বিবৃতি অনুযায়ী, টপেনিশ শহরের বাসিন্দা ওই তরুণের গুলিতে মৃতদের মধ্যে বাকিরা হলেন দুই যুবতী ৷ তাঁদের একজনের বয়স যথাক্রমে 18 ও 21 বছর ৷ চারজনকে গুলি করার পর ওই তরুণ নিজেকে গুলি করেন ৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে ৷ তবে, পুলিশের তরফে নিশ্চিত করা হয়েছে যে, এই ঘটনায় সোশাইটির বাইরের কারও ক্ষয়ক্ষতি হয়নি এবং এই গুলি চালানোর ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত নেই ৷ তবে, এই ভয়াবহ অপরাধের পিছনে কী কারণ ? তা এখনও জানা যায়নি ৷
টপিনেশ পুলিশ প্রধানের বিবৃতি অনুযায়ী, এই ঘটনার পিছনে আসল কারণ জানতে তদন্ত চলছে ৷ খুব দ্রুত এই ভয়াবহ ঘটনার পিছনে থাকা আসল কারণ খুঁজে বের করা হবে ৷ আপাতত যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে, সেখানে পুলিশ নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷ হাসপাতালে ভরতি থাকা বছর 21 এর আরেক যুবকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ৷ চিকিৎসকরা তাঁর প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ আহত ওই যুবকের থেকে এই গুলি চালানোর ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব হবে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা ৷