কাবুল, 8 অক্টোবর:ভূমিকম্পে মৃতের সংখ্যা 2 হাজার ছাড়াল আফগানিস্তানে ৷ শনিবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে পশ্চিম আফিগানিস্তানের হেরাট প্রদেশ ৷ রবিবার তালিবান সরকারের মুখপাত্র জানান, বিগত দু'দশকে আফগানিস্তানের অন্যতম ভয়াবহ ভূমিকম্প এটি ৷
শনিবার সকাল 11টা নাগাদ আফগানিস্তান-ইরানের সীমান্তবর্তী এই এলাকায় হেরাটের উত্তর-পশ্চিম এলাকা এই ভূ-কম্পনে কেঁপে ওঠে ৷ রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল 6.3 ৷ এছাড়া শক্তিশালী ভূমিকম্পের পর কমপক্ষে পাঁচটি আফটার শকে কেঁপে ওঠে আফগানিস্তান ৷
আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল হেরাট শহরের 40 কিমি উত্তর-পশ্চিমে ৷ এই মার্কিন সংস্থা আরও জানিয়েছে, তিনটি আফটার শকের তীব্রতা ছিল যথাক্রম 6.3, 5.9 এবং 5.5 ৷ তবে মৃতের সংখ্যা প্রসঙ্গে দেশের তথ্য এবং সংস্কৃতির মন্ত্রকের মুখপাত্র আবদুল ওয়াহিদ জানান, হেরাটে এই ভূমিকম্পের খবরে মৃতের যে সংখ্যা দেখানো হচ্ছে, তা ভুল ৷ বাস্তবে এই সংখ্যা অনেক বেশি ৷ প্রায় ছ'টি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে ৷ শ'য়ে শ'য়ে মানুষ ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছে ৷ তারা সাহায্যের জন্য প্রহর গুনছে ৷