টোকিও, 13 এপ্রিল: উত্তর কোরিয়ার ছোড়া ব্যালেস্টিক মিসাইল নিয়ে বিশেষ সতর্কতা জারি করল জাপানের প্রধানমন্ত্রী ফমিও কিশিদার কার্যালয়। জানা গিয়েছে, পূর্ব সাগরকে লক্ষ্য করে ব্যালেস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। আর তার জেরেই এই বিশেষ সতর্কতা জারি করেছে জাপান। জাপান প্রশাসনের আশঙ্কা, ওই মিসাইলটি জাপানের হোকাইদো দ্বীপে এসে পড়তে পারে।
তার আশপাশের কোনও জায়গাতেও মিসাইল এসে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। আর তার জন্যই আগাম সতর্কতা নিয়ে রাখা হচ্ছে । যে কোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নজরদারিও বাড়িয়ে দেওয়া হয়েছে। মিসাইল সম্পর্কে সমস্ত ধরনের তথ্য খুঁজে বের করার কাজও চলছে সমানতালে। বিভিন্ন দফতরের সঙ্গে সমন্বয় রাখছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
টুইটারে জাপানের প্রধানমন্ত্রীর দফতরের তরফে লেখা হয়েছে, "সাধারণের কাছে দ্রুত সঠিক খবর পৌঁছে দিতে যা যা দরকার করতে হবে। মিসাইলের কারণে কোনও সম্পদের যাতে কোনও ক্ষতি না হয় তার জন্যও সব ধরনের বন্দোবস্ত করে রাখতে হবে । বিমান থেকে শুরু করে জলযান-সহ সমস্ত সম্পদ যাতে সুরক্ষিত থাকে সেই ব্যবস্থা নিয়ে রাখতে হবে । মিসাইল সম্পর্কে কোনও তথ্য পেলেই তা দ্রুত সকলকে জানিয়ে দিতে হবে।"