বেইরুট, 6 অক্টোবর: সিরিয়ার সেনাবাহিনীর উপর ভয়াবহ ড্রোন হানা ৷ একটি মিলিটারি গ্র্যাজুয়েশনের অনুষ্ঠানে এই হামলা হয় ৷ সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবারের ওই এখনও পর্যন্ত 80 জন নিহত হয়েছেন ৷ আহত 240 জন ৷ সাম্প্রতিক সময়ে সিরিয়ার সেনাবাহিনীর উপর এটাই সবচেয়ে মারাত্মক হামলা ৷
সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-গাবাশ জানিয়েছেন, নিহতদের মধ্যে ছয় শিশু-সহ সাধারণ নাগরিক এবং সামরিক কর্মীরা রয়েছেন । আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । এর আগে সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছিল, ড্রোনগুলিতে বিস্ফোরক ছিল ৷ অনুষ্ঠানের সময় তা আচমকা ফেটে যায় ৷ ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ৷ তবে এখনও পর্যন্ত কেউ এর দায় স্বীকার করেনি ৷
এই নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস ৷ অন্যদিকে সিরিয়ায় শুক্রবার থেকে এই নিয়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে ৷ সিরিয়ার সেনা এই নিয়ে হতাহতের কোনও সংখ্যা যেমন জানা যায়নি, তেমনই এই হামলায় কারা জড়িত, তা নিয়ে নির্দিষ্ট কোনও গোষ্ঠীর নাম উল্লেখ করেনি সিরিয়ার সামরিক বাহিনী ৷ তবে এই হামলার পিছনে আন্তর্জাতিক মদতপুষ্ট কোনও গোষ্ঠী থাকতে পারে তারা ইঙ্গিত দিয়েছে ৷ তাদের তরফে শুধু জানানো হয়েছে, সঠিক সময় এর জবাব দেওয়া হবে ৷
উল্লেখ্য, 2011 সালের মার্চ মাসে প্রেসিডেন্ট বাশার আসাদ সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভের মাধ্যমে সিরিয়ার সংকট শুরু হয়েছিল ৷ কিন্তু বিক্ষোভকারীদের উপর সরকারের নৃশংস দমন-পীড়নের ফলে দ্রুত পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে রূপান্তরিত হয় । 2015 সালে বিদ্রোহী গোষ্ঠীগুলির বিরুদ্ধে আসাদের পক্ষে সমর্থন বৃদ্ধি পায় ৷ কারণ, সেই সময় রাশিয়া সিরিয়াকে সামরিক সহায়তা প্রদান করে ৷ পাশাপাশি ইরান ও লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাকে গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা প্রদান করে রাশিয়া ।
গত প্রায় 13 বছর ধরে চলা এই যুদ্ধে প্রায় 5 লক্ষ লোকের মৃত্যু হয়েছে ৷ লক্ষাধিক মানুষ আহত হয়েছেন ৷ দেশের অনেক অংশ ধ্বংস হয়ে গিয়েছে । সিরিয়ায় যুদ্ধের আগে 23 মিলিয়ন জনসংখ্যা ছিল ৷ যার অর্ধেক এখন বাস্তুচ্যুত ৷ এঁদের মধ্যে 5 মিলিয়নেরও বেশি সিরিয়ার বাইরে শরণার্থী হিসেবে রয়েছেন ।
যদিও বেশিরভাগ আরব সরকার দামাসস্কাসের সরকারের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করেছে ৷ কিন্তু সিরিয়া বিভক্ত রয়ে গিয়েছে ৷ হায়াত তাহরির আল-শাম গ্রুপ এবং তুর্কি-সমর্থিত বিরোধী যোদ্ধাদের আল-কায়েদা-সংযুক্ত জঙ্গিদের নিয়ন্ত্রণে উত্তর-পশ্চিমের একটা অংশ ৷ ওই দেশের উত্তর-পূর্বাঞ্চল মার্কিন সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের নিয়ন্ত্রণে রয়েছে ।
আরও পড়ুন:তুরস্কের সংসদ ভবনের বাইরে আত্মঘাতী জঙ্গি হামলা, আহত 2 নিরাপত্তারক্ষী