পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Khalistanis Protest in London: লন্ডনে ভারতীয় হাই কমিশনের বাইরে ফের খালিস্তানপন্থীদের বিক্ষোভ - Indian High Commision in London

লন্ডনে ভারতীয় হাই কমিশনের সামনে বুুধবার বিক্ষোভ দেখালেন খালিস্তান সমর্থকরা ৷ তাদের হাতে খালিস্তানের পতাকাও দেখা গিয়েছে (fresh pro Khalistan protest in London ) ৷

Etv Bharat
লন্ডনে ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ

By

Published : Mar 22, 2023, 9:04 PM IST

Updated : Mar 23, 2023, 8:32 PM IST

লন্ডন, 22 মার্চ:বুধবার ফের লন্ডনে ভারতীয় হাই কমিশনের সামনে দেখালেন খালিস্তানপন্থী সমর্থকরা ৷ খালিস্তানের পতাকা হাতে বিক্ষোভ দেখায় বেশ কয়েকজন খালিস্তানি সমর্থক ৷ তবে কড়া পুলিশি ব্যবস্থা ও ব্যারিকেড থাকায় এবার আর বিক্ষোভকারীরা হাই কমিশনের প্রবেশ করতে পারেনি (Suspected Khalistanis hold fresh protest at Indian High Commision in UK) ৷

উল্লেখ্য, দিন কয়েক আগেই খালিস্তানপন্থীদের উগ্র বিক্ষোভের সাক্ষী থেকেছিল লন্ডনের ভারতীয় হাই কমিশন ইন্ডিয়া প্যালেস ৷ 19 মার্চের সেই বিক্ষোভে ভারতের জাতীয় পতাকা নামিয়ে খালিস্তানের পতাকা উত্তলনের চেষ্টা করেন বিক্ষোভকারীরা ৷ সেই ঘটনার জল বহুদূর গড়ায় ৷ তবে এদিন নিরাপত্তা আটোসাঁটো থাকায় সেরকম কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি ৷ ছিল পুলিশের ব্যারিকেড (Indian High Commision in UK)৷

গত সপ্তাহের ঘটনার পর ভারতের তরফে কড়াবার্তা দেওয়া হয় ব্রিটেনকে ৷ বিদেশ মন্ত্রকের তরফে ঘটনার ব্যাখ্যা চেয়ে ডেকে পাঠানো হয় ভারতে ব্রিটিশ হাই কমিশনের উচ্চপদস্থ আধিকারিককে ৷ 19 তারিখের ঘটনায় যারা জড়িত ছিল তাঁদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে ভারত ৷ ভারতীয় হাই কমিশনের নিরাপত্তা বৃদ্ধির কথাও জানানো হয় ৷ তারপরেই এদিন দেখা যায়, কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে লন্ডনে অবস্থিত ভারতের হাই-কমিশনের সামনে ৷ সেই নিরাপত্তা ভেঙে বিক্ষোভকারীরা এদিন আর হাই কমিশনের ভিতরে প্রবেশ করতে পারেনি ৷

খালিস্থানপন্থী সংগঠন 'ওয়ারিস পঞ্জাব দে'র নেতা অমৃতপাল সিংকে ধরতে এই মুহূর্তে তৎপর কেন্দ্র ও পঞ্জাব সরকার ৷ তাঁর খোঁজে চলছে লাগাতার তল্লাশি অভিযান ৷ এরই প্রতিবাদেই লন্ডনের ভারতীয় হাই কমিশনে অমৃতপাল সিংয়ের সমর্থকরা ওই তাণ্ডব চালায় বলে অভিযোগ ৷

জানা গিয়েছে, 19 তারিখের ঘটনার পর থেকেই নিরাপত্তা বাড়ানো হয়েছিল লন্ডনের অল্ডউইচ এলাকায় ৷ এখানেই রয়েছে ইন্ডিয়া প্যালেস ৷ সাদা পোশাকে এই এলাকায় টহল দিচ্ছে পুলিশ ৷ ভারতীয় হাই কমিশনের ভিতরে পুলিশ ভ্যানও রাখা হয়েছে ৷ উল্লেখ্য, এদিনই পুলিশের ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে নয়া দিল্লিস্থিতি ব্রিটিশ দূতাবাসের সামনে থেকে ৷ যদিও এই বিষয়ে ব্রিটেনের তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷

আরও পড়ুন:লন্ডনে ভারতীয় দূতাবাসে তাণ্ডবের জের, দিল্লির ব্রিটিশ হাই কমিশন থেকে সরল ব্যারিকেড

Last Updated : Mar 23, 2023, 8:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details