লন্ডন, 16 নভেম্বর: ভারত থেকে ব্রিটেনে প্রতি বছর 3 হাজার তরুণ ভারতীয় পেশাদার কাজ করতে যেতে পারবেন ৷ ভিসায় ছাড়পত্র দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ৷ মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে সুনকের সঙ্গে দেখা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ তারপরেই ব্রিটিশ সরকার জানিয়েছে, ভারতই প্রথম ভিসা-ন্যাশনাল দেশ (Visa-national Country) হিসেবে এই প্রকল্পের সুবিধে পাচ্ছে ৷ গত বছর ব্রিটেন-ভারত অভিবাসন (UK-India Migration) এবং মোবিলিটি পার্টনারশিপ (Mobility Partnership) চুক্তি হয়েছে (UK Prime Minister Rishi Sunak has given 3000 visas for young Indian professionals each year) ৷
ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস (UK Prime Minister Office) থেকে টুইট করা হয়েছে, "18-30 বছর বয়সী ডিগ্রিধারী 3 হাজার তরুণ ভারতীয় ব্রিটেনে এসে থাকতে পারবেন ৷ দু'বছর পর্যন্ত কাজও করতে পারবেন ৷ ইউকে-ইন্ডিয়া ইয়ং প্রফেশনালস স্কিম (UK-India Young Professionals Scheme) এই বিষয়টি নিশ্চিত করছে ৷"
17তম জি20 সম্মেলনে ইন্দোনেশিয়ার বালিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মধ্যে সাক্ষাৎ হয় ৷ তারপরই 10 ডাউনিং স্ট্রিট (10 Downing Street) থেকে ভারতীয়দের জন্য এই সুখবর দেওয়া হয় ৷ অক্টোবরে ঋষি সুনাক ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম মোদির সঙ্গে তাঁর দেখা হল ৷
আরও পড়ুন: জি20 সম্মেলনের নৈশভোজে মুখোমুখি মোদি-জিংপিং