পেশোয়ার, 30 জানুয়ারি: ফের আত্মঘাতী বোমা বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান (Suicide bombing in Pakistan) ৷ এমনিতেই অস্থির সেদেশের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ৷ এদিন সেই প্রদেশের রাজধানী পেশোয়ারে নমাজ চলাকালীন আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে একটি মসজিদে ৷ সেদেশের প্রথমসারির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, নমাজের সামনের সারিতেই ছিল ওই আততায়ী ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে 46 জনের (At least 17 killed in a suicide bombing incident in Pakistan) ৷ জখম 150 জন ৷ এদের মধ্যে অনেকের অবস্থাই আশংকাজনক হওয়ায় মৃত্যুর সংখ্য়া আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷ ঘটনার কয়েকঘণ্টা পর বিস্ফোরণের দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান
পেশোয়ার পুলিশ লাইন এরিয়ায় এদিন স্থানীয় সময় দুপুর 1টা 40 মিনিট নাগাদ আত্মঘাতী বিস্ফোরণটি ঘটে ৷ আহত এবং নিহতদের মধ্যে অধিকাংশই পুলিশকর্মী, নিরাপত্তারক্ষী এবং স্বাস্থ্য আধিকারিক বলে জানা গিয়েছে ৷ এক পুলিশকর্মীর কথায়, বিস্ফোরণের অভিঘাতে মসজিদের একাংশ ভেঙে পড়েছে ৷ ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশংকা করা হচ্ছে ৷ কোনও জঙ্গি সংগঠন এখনও এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি ৷
আহতদের পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ এদের মধ্যে 13 জনের অবস্থা আশংকাজনক ৷ পেশোয়ারের হাসপাতালে ইতিমধ্যেই 'জরুরি অবস্থা' জারি করা হয়েছে ৷ হাসপাতাল কর্তৃপক্ষ শহরবাসীর কাছে রক্তদান করার আবেদন জানিয়েছে ৷ পুলিশ জানিয়েছে, বিস্ফোরকটি একটি রিমোট কন্ট্রোল ডিভাইসের সঙ্গে যুক্ত ছিল ৷ বিস্ফোরকটি একটি রঙের পাত্রে ছিল বলে জানা গিয়েছে ৷ ইতিমধ্যেই বিস্ফোরণস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে পুলিশ ৷ ডাকা হয় বম্ব স্কোয়াডও ৷