খার্তুম (সুদান), 24 জুলাই: সুদানের রাজধানী খার্তুম প্রদেশের পোর্ট সুদান বিমানবন্দরে ভেঙে পড়ল অসামরিক বিমান ৷ রবিবার সন্ধ্যায় লোহিত সাগর সংলগ্ন এই দুর্ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সুদানের সশস্ত্র বাহিনী ৷ সুদানের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, আন্তোনভ সংস্থার ওই অসামরিক বিমানটি রানওয়ে থেকে ওড়ার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, প্রযুক্তিগত কোনও ত্রুটির কারণেই বিমানটি রানওয়েতে ভেঙে পড়ে ৷
সেনাবাহিনীর তরফে ওই মুখপাত্রের বিবৃতিতে আরও বলা হয়েছে, এই বিমান দুর্ঘটনায় মৃত 9 জনের মধ্যে 4 জন সেনাবাহিনীর সদস্য ছিলেন ৷ এই দুর্ঘটনায় একটি মেয়ে প্রাণে বেঁচে গিয়েছে ৷ গত তিনমাসেরও বেশি সময় ধরে সুদানের সেনা ও আধাসেনা ব়্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে রাজধানী খার্তুমে যুদ্ধ চলছে ৷ দেশের দুই সশস্ত্র বাহিনীর মধ্যে এই প্রাণঘাতি সংঘাতের জেরে 15 এপ্রিল থেকে খার্তুম-সহ দেশের অন্যা শহরে বিমান পরিষেবা বিপর্যস্ত হয়েছে ৷