আঙ্কারা (তুরস্ক), 6 ফেব্রুয়ারি:ভয়াবহ ভূমিকম্পের ধাক্কা তুরস্কে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 7.8। সোমবার ভোরবেলায় অনুভূত হয়েছে কম্পন। কম্পনের উৎসস্থল তুরস্কের দক্ষিণাংশ। কম্পন অনুভূত হয়েছে লেবানন, সিরিয়া, সাইপ্রাসের মতো দেশেও। গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে 26 কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় 18 কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে ইউএসজিএস ৷ এর কিছু ক্ষণ পর আরও একটি কম্পন অনুভূত হয়েছে মধ্য তুরস্কে। তবে এই শক্তিশালী ভূমিকম্পে কেউ হতাহত হয়েছেন কি না প্রাথমিকভাবে তা এখনও জানা যায়নি (Powerful Earthquake Hits Turkey)।
অন্যদিকে, প্রথম দফায় ভূমিকম্পে কেঁপে ওঠার 11 মিনিট পর আরও একটি ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্কের কেন্দ্রীয় অঞ্চলের একটি এলাকায়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল 6.7। ইউএসজিএস জানিয়েছে, দ্বিতীয় দফায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পেও কেউ হতাহত হয়েছেন কি না তা এখনও জানা যায়নি। তবে তুরস্কের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে একাধিক বাড়ি ধসে পড়েছে।
1999 সালের পর তুরস্ক এমন ভয়াবহ ভূকম্প দেখেনি বলে জানা গিয়েছে। এই ভূমিকম্প কয়েক দশকের মধ্যে তুরস্কে সবথেকে মারাত্মক আঘাত হানা একটি ভূমিকম্প। সেই ভূমিকম্পে ইস্তাম্বুলে প্রায় 17 হাজারের জনেরও বেশি লোক নিহত হয়েছিলেন। এদিনের বিপর্যয়ের মুহূর্তের বেশ কিছু ভিডিয়োও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ফেসবুক, টুইটারে। ভিডিয়োতে দেখা গিয়েছে, তীব্র কম্পনের ফলে বাড়িঘর ভেঙে পড়ছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে, কম্পন অনুভূত হচ্ছে দোকান, বাড়িতে।
আরও পড়ুন:ভূমিকম্পে কাঁপল হায়দরাবাদ
আবার কয়েকটি ভিডিয়োয় একাধিক বাড়ি ভেঙে পড়ার দৃশ্য ধরা পড়েছে (Several Buildings Collapsed)। যে ভিডিয়ো দেখে মনে হবে যে কাগজের মতো দুমড়ে-মুচড়ে গিয়েছে ওই বাড়িগুলি। যদিও এই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ প্রাণ বাঁচানোর জন্য স্থানীয়রা চারিদিকে ছোটাছুটি করছেন ৷ মানুষরা চিৎকার করছেন ৷ স্থানীয় পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা উদ্ধারকার্য শুরু করেছেন। ধ্বংসস্তূপের তলায় প্রচুর মানুষ আটকে থাকতে পারেন বলেন আশঙ্কাপ্রকাশ করেছেন উদ্ধারকারীরা। তাঁদের বক্তব্য, এমন সময় ভূমিকম্প হয়েছে যে অধিকাংশ মানুষ ঘুমোচ্ছিলেন। ফলে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়তে পারে। ভগ্নাংশের মধ্যে ৷