কান (ফ্রান্স), 21 মে : দেশ-বিদেশের সুন্দরীরা নানা পোশাক এবং রূপের ছটায় তাক লাগিয়ে দেন কান চলচ্চিত্র উৎসব ৷ এই দৃশ্য দেখতেই সচরাচর সকলে অভ্যস্ত ৷ কিন্তু এবার কানের রেড কার্পেটে এক অন্যরকম দৃশ্যের সাক্ষী থাকল ফটোগ্রাফার, সাংবাদিক থেকে উপস্থিত দর্শকরা ৷ আজ হঠাৎই কানের লাল গালিচায় পা দিয়ে ফটোগ্রাফারদের সামনে এক মহিলা হাঁটু গেড়ে বসে পোশাক খুলে ফেলতে থাকেন । চিৎকার করে বলতে থাকেন, 'আমাদের ধর্ষণ বন্ধ হোক ৷' আকস্মিকতা কাটিয়ে সেখানে থাকা নিরাপত্তারক্ষীরা ছুটে এসে ওই মহিলাকে একটি কোট দিয়ে ঢেকে দেয় (protest against sexual violence against women in Cannes)।
ঠিক কী কারণে এমন ঘটনা ঘটালেন ওই মহিলা ? অর্ধনগ্ন মহিলার নিজের শরীর ইউক্রেনের পতাকার রঙে রাঙিয়ে তুলেছিলেন ৷ তাঁর বুক ও পেট জুড়ে লেখা 'আমাদের ধর্ষণ বন্ধ হোক' । মহিলার পিঠের নিচের দিকে এবং পায়ে রক্ত-লাল রঙে রাঙানো এবং তাঁর পিঠে লেখা ছিল 'স্ক্যাম' শব্দটি । রাশিয়ান সেনাদের অত্যাচারের প্রতিবাদে কান-এর মঞ্চে এভাবেই প্রতিবাদ জানান ওই মহিলা ৷ ইউক্রেনীয় মহিলাদের সঙ্গে হওয়া যৌন অত্যাচারের বিরুদ্ধে তিনি এইভাবেই সরব হন (Topless woman storms Cannes)।