পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Cannes 2022 : 'আমাদের ধর্ষণ করা বন্ধ হোক', কানে রেড কার্পেটে প্রতিবাদে সরব অর্ধনগ্ন ইউক্রেনীয় মহিলা

কানের মত আন্তর্জাতিক মঞ্চে এক মহিলা অভিনব প্রতিবাদে সরব হলেন (protest against sexual violence in Ukraine)৷ নিজের শরীর ইউক্রেনের পতাকার রঙে রাঙিয়ে তোলে এবং তাঁর বুক ও পেট জুড়ে 'আমাদের ধর্ষণ বন্ধ হোক' শব্দে লিখে রাখে । মহিলার পিঠের নিচের দিকে এবং পায়ে রক্ত-লাল রঙে রাঙানো এবং তাঁর পিঠে 'স্ক্যাম' শব্দটি লেখা ছিল (Topless woman storms Cannes)।

Stop raping us Topless woman storms Cannes red carpet to protest against sexual violence in Ukraine
Cannes 2022

By

Published : May 21, 2022, 3:27 PM IST

Updated : May 21, 2022, 7:03 PM IST

কান (ফ্রান্স), 21 মে : দেশ-বিদেশের সুন্দরীরা নানা পোশাক এবং রূপের ছটায় তাক লাগিয়ে দেন কান চলচ্চিত্র উৎসব ৷ এই দৃশ্য দেখতেই সচরাচর সকলে অভ্যস্ত ৷ কিন্তু এবার কানের রেড কার্পেটে এক অন্যরকম দৃশ্যের সাক্ষী থাকল ফটোগ্রাফার, সাংবাদিক থেকে উপস্থিত দর্শকরা ৷ আজ হঠাৎই কানের লাল গালিচায় পা দিয়ে ফটোগ্রাফারদের সামনে এক মহিলা হাঁটু গেড়ে বসে পোশাক খুলে ফেলতে থাকেন । চিৎকার করে বলতে থাকেন, 'আমাদের ধর্ষণ বন্ধ হোক ৷' আকস্মিকতা কাটিয়ে সেখানে থাকা নিরাপত্তারক্ষীরা ছুটে এসে ওই মহিলাকে একটি কোট দিয়ে ঢেকে দেয় (protest against sexual violence against women in Cannes)।

ঠিক কী কারণে এমন ঘটনা ঘটালেন ওই মহিলা ? অর্ধনগ্ন মহিলার নিজের শরীর ইউক্রেনের পতাকার রঙে রাঙিয়ে তুলেছিলেন ৷ তাঁর বুক ও পেট জুড়ে লেখা 'আমাদের ধর্ষণ বন্ধ হোক' । মহিলার পিঠের নিচের দিকে এবং পায়ে রক্ত-লাল রঙে রাঙানো এবং তাঁর পিঠে লেখা ছিল 'স্ক্যাম' শব্দটি । রাশিয়ান সেনাদের অত্যাচারের প্রতিবাদে কান-এর মঞ্চে এভাবেই প্রতিবাদ জানান ওই মহিলা ৷ ইউক্রেনীয় মহিলাদের সঙ্গে হওয়া যৌন অত্যাচারের বিরুদ্ধে তিনি এইভাবেই সরব হন (Topless woman storms Cannes)।

জানা গিয়েছে, ঘটনাটি ইদ্রিস এলবা এবং টিল্ডা সুইন্টন অভিনীত জর্জ মিলারের 'থ্রি থাউজেন্ড ইয়ারস অফ লংগিং'-এর প্রিমিয়ারের রেড কার্পেটে ঘটেছিল । পরিচালক এবং তারকারা উপস্থিত ছিলেন ৷ হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে রাশিয়ান সৈন্যদের দ্বারা একাধিক ইউক্রেনের নাগরিকদের ধর্ষণ করার অভিযোগ রয়েছে ৷ এর আগে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি একটি লাইভ স্যাটেলাইট ভিডিওর মাধ্যমে কান চলচ্চিত্র উৎসবের 75তম সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে একটি আবেগময় ভাষণ দিয়েছিলেন এবং চলচ্চিত্র নির্মাতাদের স্বৈরশাসকদের মোকাবেলা করার আহ্বান জানিয়েছিলেন ।

আরও পড়ুন :Aditi Rao Hydari at Cannes 2022 : সব্যসাচীর শাড়িতে কান থেকে রেট্রো লুকে মোহময়ী অদিতি

Last Updated : May 21, 2022, 7:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details