ওয়াশিংটন ডিসি, 23 জুন: হোয়াইট হাউজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মানে বিশেষ নৈশভোজের আয়োজন করলেন জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেন ৷ স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউজের সাউথ লনের এই ভোজে 400 জনেরও বেশি অতিথিকে আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন দম্পতি ৷ অনুষ্ঠান আয়োজনের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী ৷
তথ্য-প্রযুক্তি থেকে শুরু করে সিনেমা, ফ্যাশন বা ধনকুবের- সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টরা হাজির হন এই নৈশভোজে ! সস্ত্রীক শিল্পপতি মুকেশ অম্বানি, শিল্পপতি আনন্দ মহিন্দ্রা, কর্পোরেট জগতের ইন্দিরা নুই, গুগলের সিইও সুন্দর পিচাই, মাইক্রোসফটের সত্য নাদেলা, অ্যাডবি কোম্পানির শান্তনু নারায়েণ থেকে শুরু করে অনেকেই আসেন হোয়াইট হাউজে ৷ ডিনারের সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকার প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা জানান ৷ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ভারত-আমেরিকা সম্পর্কের প্রতীক এবং শক্তি বলে উল্লেখ করেন তিনি ৷
প্রধানমন্ত্রী নিরামিষ আহার করেন ৷ তাই আমেরিকার প্রথম নাগরিকের অন্দরমহলে নিরামিষ মেনুর আয়োজন করা হয়েছে ৷ বাজরার বিশেষ মেনু, স্টাফড মাশরুম, গ্রিলড কর্ন কার্নেল স্যালাড এবং আরও অনেক কিছু ৷ সাউথ লন প্যাভিলিয়ন সাজানোর খুঁটিনাটি নিজে তত্ত্বাবধান করেছেন ফার্স্ট লেডি জিল বাইডেন ৷