কলম্বো, 7 মে: শ্রীলঙ্কায় তৈরি হওয়া বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অচলাবস্থার মধ্যেই ইস্তফা দিতে পারেন সেদেশের প্রধানমন্ত্রী মহিন্দ্রা রাজাপক্ষে ৷ সূত্রের খবর, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের অনুরোধ মেনেই নিজের পদ ছাড়তে পারেন মহিন্দা রাজাপক্ষে (Sri Lankan Prime Minister Mahinda Rajapaksa likely to resign soon) ৷ সূত্রের খবর, রাষ্ট্রপতি ভবনে এক ক্যাবিনেট বৈঠকের পর মহিন্দ্রা রাজাপক্ষেকে তাঁর পদ ছাড়তে পরামর্শ দিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ৷ এই দ্বীপ রাষ্ট্রের বর্তমান আর্থিক দুরাবস্থার জন্য প্রধানমন্ত্রীকেই দায়ী করা হচ্ছে ৷
যদি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে মহিন্দ্রা রাজাপক্ষে (Sri Lankan Prime Minister Mahinda Rajapaksa) ইস্তফা দেন, তাহলে নিয়ম অনুযায়ী তাঁর মন্ত্রিসভাও ভেঙে যাবে ৷ সূত্রের খবর, মহিন্দ্রা তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, যদি তাঁর ইস্তফাই দেশের বর্তমান আর্থিক সংকট সমাধানের উপায় হয় তাহলে তিনি ইস্তফা দিতে রাজি ৷ শ্রীলঙ্কায় যেভাবে সরকার বিরোধী প্রতিবাদের ঢেউ উঠেছে, মানুষ পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন তাতে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি সামলানো কঠিন হয়ে পড়ছে বলে মনে করছেন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে ৷