পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Sri Lanka-Russia Fuel Credit: শ্রীলঙ্কা-রাশিয়ার সম্পর্ক 65 বছরে, চরম দুর্দিনে পুতিনের কাছে জ্বালানির আর্জি রাজাপক্ষের - রাশিয়ার প্রেসিডেন্ট

শ্রীলঙ্কার আর্থিক পরিস্থিতি খুবই খারাপ ৷ দেশে নেই জ্বালানি, প্রতিদিনের প্রয়োজনীয় খাবারদাবার ৷ ভারতও প্রতিবেশী দ্বীপরাষ্ট্রটিকে কয়েকশো কোটি অর্থমূল্যের সাহায্য করেছে ৷ দেশে তেলের অভাব মেটাতে এবার পুতিনের সঙ্গে কথা বললেন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে (Sri Lanka Russia Fuel Credit) ৷

Sri Lanka asks help to Russia
রাশিয়ার কাছে জ্বালানি চাইল শ্রীলঙ্কা

By

Published : Jul 7, 2022, 1:26 PM IST

নয়াদিল্লি, 7 জুলাই: তেল চেয়ে রাশিয়ার দ্বারস্থ হল শ্রীলঙ্কা ৷ দেশ চরম অর্থনৈতিক সংকটে ৷ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন ৷ এ নিয়ে একটি টুইট করে তিনি জানিয়েছেন পুতিনের সঙ্গে তাঁর কথা হয়েছে ৷ তিনি লিখেছেন, "অতীতেও তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ৷ তার জন্য আমি কৃতজ্ঞ ৷ এখন আর্থিক চ্যালেঞ্জের সমাধানে আমি তাঁকে জ্বালানি তেল দিতে অনুরোধ জানিয়েছি ৷"

এর পাশাপাশি দু'দেশই দ্বিপাক্ষিক পর্যটন শিল্প, ব্যবসা এবং সাংস্কৃতিক সম্পর্ককে দৃঢ় করতে রাজি হয়েছে ৷ শক্তি, কৃষি এবং পরিবহণের ক্ষেত্র নিয়েও আলোচনা হয়েছে ৷ রাশিয়া-শ্রীলঙ্কা সম্পর্কের 65 বছর হচ্ছে 2022-এ ৷ তার উদযাপন উপলক্ষ্যে দু'দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ বজায় রাখা নিয়ে সহমত দু'দেশই (Sri Lanka President Gotabaya Rajapaksa asks Vladimir Putin for fuel amidst eco crisis) ৷

আরও পড়ুন: সঙ্কটাপন্ন শ্রীলঙ্কা, পাশে দাঁড়াতে আর্থিক সাহায্যের আবেদন স্তালিনের

ইতিমধ্যে, ভারতের প্রতিবেশী হিসেবে নয়াদিল্লি সবদিক দিয়ে শ্রীলঙ্কার পাশে থেকেছে ৷ প্রসঙ্গত উল্লেখযোগ্য, 2022-এ ভারত অর্থনৈতিক, মানবিক মিলিয়ে মোট 350 কোটি মার্কিন ডলার আর্থিক সাহায্য করেছে ভারত মহাসাগারের দ্বীপরাষ্ট্রটিকে ৷ শ্রীলঙ্কার বিভিন্ন জায়গায় ওষুধ সামগ্রী পৌঁছেছে ৷ কেরোসিন দেওয়া হয়েছে মৎস্যজীবীদের ৷ দরিদ্র শ্রেণির মানুষদের শুকনো খাবারদাবার পাঠানো হয়েছে ভারত থেকে ৷

ABOUT THE AUTHOR

...view details