নয়াদিল্লি, 7 জুলাই: তেল চেয়ে রাশিয়ার দ্বারস্থ হল শ্রীলঙ্কা ৷ দেশ চরম অর্থনৈতিক সংকটে ৷ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন ৷ এ নিয়ে একটি টুইট করে তিনি জানিয়েছেন পুতিনের সঙ্গে তাঁর কথা হয়েছে ৷ তিনি লিখেছেন, "অতীতেও তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ৷ তার জন্য আমি কৃতজ্ঞ ৷ এখন আর্থিক চ্যালেঞ্জের সমাধানে আমি তাঁকে জ্বালানি তেল দিতে অনুরোধ জানিয়েছি ৷"
এর পাশাপাশি দু'দেশই দ্বিপাক্ষিক পর্যটন শিল্প, ব্যবসা এবং সাংস্কৃতিক সম্পর্ককে দৃঢ় করতে রাজি হয়েছে ৷ শক্তি, কৃষি এবং পরিবহণের ক্ষেত্র নিয়েও আলোচনা হয়েছে ৷ রাশিয়া-শ্রীলঙ্কা সম্পর্কের 65 বছর হচ্ছে 2022-এ ৷ তার উদযাপন উপলক্ষ্যে দু'দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ বজায় রাখা নিয়ে সহমত দু'দেশই (Sri Lanka President Gotabaya Rajapaksa asks Vladimir Putin for fuel amidst eco crisis) ৷