পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Sri Lanka PM Resigns : পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্ষে - Sri Lanka PM Mahinda Rajapaksa resigns

বর্তমানে অভূতপূর্ব রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা ৷ এই অবস্থায় রাষ্ট্রপতির অনুরোধ মেনে পদত্যাগ করলেন মহিন্দা রাজাপক্ষে (Sri Lanka PM Mahinda Rajapaksa resigns)

Mahinda Rajapaksa resigns
পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্ষে

By

Published : May 9, 2022, 5:33 PM IST

নয়াদিল্লি, 9 মে : শ্রীলঙ্কায় অভূতপূর্ব রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যেই সে দেশের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন মহিন্দা রাজাপক্ষে (Sri Lanka PM Mahinda Rajapaksa resigns) ৷ শ্রীলঙ্কার সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই এই খবর জানিয়েছে ৷ সোমবার দুপুরে মহিন্দা পদত্যাগ করেছেন ৷ এর আগে জানা গিয়েছিল গত শুক্রবার বিশেষ মন্ত্রিসভার বৈঠকে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে তাঁকে অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে ৷ এরপর মহিন্দা রাজাপক্ষে তাঁর ঘনিষ্ঠ মহলে জানান, যদি তাঁর পদত্যাগের ফলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় তাহলে তিনি পদ ছাড়তে রাজি ৷

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এদিন পদত্যাগ করায় নিয়ম অনুযায়ী ভেঙে গেল তাঁর মন্ত্রিসভাও ৷ ফলে এবার নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে নয়া মন্ত্রিসভা তৈরি হবে ভারতের প্রতিবেশী এই দ্বীপরাষ্ট্রে ৷ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের সিদ্ধান্ত ৷ মনে করা হচ্ছে সর্বদল বৈঠক ডেকে তিনি সবদলের সদস্যদের নিয়ে নয়া মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দিতে পারেন ৷ তবে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কে হবেন সেই প্রশ্ন থাকছে ৷

আরও পড়ুন : সংবাদমাধ্যমের স্বাধীনতার সূচকে অবনতি, ইমরান সরকারকেই কাঠগড়ায় তুললেন তথ্যমন্ত্রী

উল্লেখ্য, বর্তমানে প্রবল অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা ৷ চলছে রাজনৈতিক অচলাবস্থা ও বিক্ষোভ ৷ শুধু প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিও উঠেছে শ্রীলঙ্কায় ৷ প্রতিবাদ, বিক্ষোভ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে শুক্রবার মধ্যরাত থেকে ফের একবার এই দ্বীপরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করেছেন রাষ্ট্রপতি ৷

ABOUT THE AUTHOR

...view details