পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Sri Lanka Crisis: জ্বলছে শ্রীলঙ্কা ! রাজাপক্ষে দেশ ছাড়তেই জারি জরুরি অবস্থা, কার্যনির্বাহী প্রেসিডেন্ট বিক্রমসিংহে - গোতাবায়া রাজাপক্ষ

ইস্তফা ঘোষণা করার দিনেই দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksa) ৷ তিনি মালদ্বীপে (Maldives) আশ্রয় নিতেই দেশে জরুরি অবস্থা (Emergency in Sri Lanka) কার্যকর করেছে শ্রীলঙ্কা প্রশাসন ৷ গোতাবায়ার এই আচরণে বাড়ছে ক্ষোভ (Sri Lanka Crisis) ৷ প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহেকে (Ranil Wickremesinghe) কার্যনির্বাহী প্রেসিডেন্ট পদের নিযুক্ত করেছেন পার্লামেন্টের স্পিকার ৷

Sri Lanka Declares Emergency After President Gotabaya Rajapaksa flees to Maldives
Sri Lanka Crisis: প্রেসিডেন্ট দেশ ছাড়তেই উত্তাল শ্রীলঙ্কায় জারি জরুরি অবস্থা

By

Published : Jul 13, 2022, 1:38 PM IST

Updated : Jul 13, 2022, 2:36 PM IST

কলম্বো, 13 জুলাই:প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksa) দেশ ছেড়ে মালদ্বীপে (Maldives) আশ্রয় নিতেই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা (Emergency in Sri Lanka) ঘোষণা করা হল ৷ বুধবার প্রধানমন্ত্রীর দফতরের (Prime Minister’s Office) তরফ থেকে বিবৃতি প্রকাশ করে এই ঘোষণা করা হয়েছে ৷ অন্যদিকে, প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহেকে (Ranil Wickremesinghe) কার্যনির্বাহী প্রেসিডেন্ট পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে দাবি সূত্রের ৷ বুধবার তাঁর হাতে এই দায়িত্ব তুলে দেন পার্লামেন্টের স্পিকার ৷ প্রেসিডেন্ট দেশ ছাড়াতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ৷

প্রসঙ্গত, এর আগে গত শনিবার শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার ঘোষণা করেছিলেন, 13 জুলাই অর্থাৎ বুধবারই প্রেসিডেন্ট পদে ইস্তফা দেবেন গোতাবায়া ৷ পরে প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকেও এই খবরের সত্যতা স্বীকার করা হয় ৷ দাবি করা হয়, গোতাবায়া নিজেই নাকি প্রধানমন্ত্রীর দফতর মারফত এ কথা জানিয়েছেন ৷ কিন্তু, প্রকাশ্য়ে গোতাবায়া কখনই এমন কোনও মন্তব্য করেননি ৷ এই প্রেক্ষাপটে ঘোষিত ইস্তফা পেশের দিনেই প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালানোয় জনমানসে ক্ষোভ বাড়ছে (Sri Lanka Crisis) ৷

আরও পড়ুন:Gotabaya Rajapaksa Flees: আজ ইস্তফা ? শ্রীলঙ্কা থেকে পালালেন সস্ত্রীক-গোতাবায়া রাজাপক্ষে

এ দিকে, প্রেসিডেন্টের প্রাসাদ, প্রধানমন্ত্রীর বাসভবনের পর প্রধানমন্ত্রীর দফতরও দখলে নেওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা ৷ তাঁদের সেখান থেকে হঠাতে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয় পুলিশকে ৷ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বুধবার কলম্বোয় প্রধানমন্ত্রীর দফতরের বাইরে অন্তত কয়েক হাজার মানুষ জমায়েত করেন ৷ নিরাপত্তাবেষ্টনী ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন তাঁরা ৷ এর আগে প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন ৷ কিন্তু, তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পেশ করেছেন কি না, সেটা স্পষ্ট নয় ৷ আমজনতার দাবি, প্রেসিডেন্টের পাশাপাশি প্রধানমন্ত্রীকেও নিজের ইস্তফার কথা সরকারিভাবে ঘোষণা করতে হবে ৷

এই প্রেক্ষাপটে জরুরি অবস্থা ঘোষণা করে পরিস্থিতি বাগে আনার চেষ্টা করছে প্রশাসন ৷ ইতিমধ্যেই রাস্তায় সেনা নামানো হয়েছে ৷ অন্যদিকে, বিরোধী রাজনৈতিক দলগুলি প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের ভূমিকার সমালোচনা করছে ৷

Last Updated : Jul 13, 2022, 2:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details