কলম্বো, 13 জুলাই:প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksa) দেশ ছেড়ে মালদ্বীপে (Maldives) আশ্রয় নিতেই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা (Emergency in Sri Lanka) ঘোষণা করা হল ৷ বুধবার প্রধানমন্ত্রীর দফতরের (Prime Minister’s Office) তরফ থেকে বিবৃতি প্রকাশ করে এই ঘোষণা করা হয়েছে ৷ অন্যদিকে, প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহেকে (Ranil Wickremesinghe) কার্যনির্বাহী প্রেসিডেন্ট পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে দাবি সূত্রের ৷ বুধবার তাঁর হাতে এই দায়িত্ব তুলে দেন পার্লামেন্টের স্পিকার ৷ প্রেসিডেন্ট দেশ ছাড়াতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ৷
প্রসঙ্গত, এর আগে গত শনিবার শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার ঘোষণা করেছিলেন, 13 জুলাই অর্থাৎ বুধবারই প্রেসিডেন্ট পদে ইস্তফা দেবেন গোতাবায়া ৷ পরে প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকেও এই খবরের সত্যতা স্বীকার করা হয় ৷ দাবি করা হয়, গোতাবায়া নিজেই নাকি প্রধানমন্ত্রীর দফতর মারফত এ কথা জানিয়েছেন ৷ কিন্তু, প্রকাশ্য়ে গোতাবায়া কখনই এমন কোনও মন্তব্য করেননি ৷ এই প্রেক্ষাপটে ঘোষিত ইস্তফা পেশের দিনেই প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালানোয় জনমানসে ক্ষোভ বাড়ছে (Sri Lanka Crisis) ৷