কলম্বো, 9 জুলাই: সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট ৷ সেই খবর চাউর হতেই কার্যত উল্লাসে মেতে উঠলেন বিক্ষোভকারীরা ৷ প্রেসিডেন্টের জন্য বরাদ্দ প্রাসাদে ঢুকেই শুরু হল আমোদ ৷ কেউ সটান রান্নাঘরে ঢুকে রান্না করতে শুরু করে দিলেন ! কেউ আবার সুদৃশ্য চেয়ারে বসে পড়ে তুললেন সেলফি ! বাকিরা ঝাঁপিয়ে পড়লেন সুইমিং পুলে ! শনিবার সকালে এমনই দৃশ্য ধরা পড়ল শ্রীলঙ্কার (Sri Lanka) রাজধানী কলম্বোয়, প্রেসিডেন্টের সরকারি ভবনে ৷
জনরোষ ঠেকাতে সম্প্রতি নিজের দাদা মাহিন্দা রাজাপক্ষকে হঠিয়ে রনিল বিক্রমসিংহেকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ (Gotabaya Rajapaksa) ৷ কিন্তু, জনতার দাবি ছিল, রাজাপক্ষ পরিবারকে সম্পূর্ণভাবে দেশের প্রশাসন থেকে সরে যেতে হবে ৷ পদত্যাগ করতে হবে গোতাবায়াকেও ৷ কিন্তু, এদিন বিকেল পর্যন্ত তেমন কোনও উদ্যোগ নিতে দেখা যায়নি শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ৷ যার ফল হয়েছে মারাত্মক ৷ জনরোষ পৌঁছে গিয়েছে তাঁর সরকারি বাসভবনের ফটক পর্যন্ত ৷ নিরাপত্তার স্বার্থে শুক্রবার রাতেই বিলাসবহুল প্রাসাদ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন গোতাবায়া ৷ আর তারপরই সেই ভবনের দখল নিয়েছে আমজনতা ৷