পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Sri Lanka Crisis: প্রেসিডেন্টের সুইমিং পুলে প্রতিবাদীদের সাঁতার ! ভাইরাল ভিডিয়ো - শ্রীলঙ্কা

জনরোষের মুখে কলম্বোর সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার (Sri Lanka) প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ (Gotabaya Rajapaksa) ৷ তারপরই সেই প্রাসাদের সুইমিং পুলে সাঁতার কাটতে দেখা গেল বিক্ষোভকারীদের ৷

Sri Lanka Crisis Protesters swim in Presidents pool after Gotabaya Rajapaksa left official resident
Sri Lanka Crisis: প্রেসিডেন্টের সুইমিং পুলে প্রতিবাদীদের সাঁতার ! ভাইরাল ভিডিয়ো

By

Published : Jul 9, 2022, 5:47 PM IST

কলম্বো, 9 জুলাই: সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট ৷ সেই খবর চাউর হতেই কার্যত উল্লাসে মেতে উঠলেন বিক্ষোভকারীরা ৷ প্রেসিডেন্টের জন্য বরাদ্দ প্রাসাদে ঢুকেই শুরু হল আমোদ ৷ কেউ সটান রান্নাঘরে ঢুকে রান্না করতে শুরু করে দিলেন ! কেউ আবার সুদৃশ্য চেয়ারে বসে পড়ে তুললেন সেলফি ! বাকিরা ঝাঁপিয়ে পড়লেন সুইমিং পুলে ! শনিবার সকালে এমনই দৃশ্য ধরা পড়ল শ্রীলঙ্কার (Sri Lanka) রাজধানী কলম্বোয়, প্রেসিডেন্টের সরকারি ভবনে ৷

জনরোষ ঠেকাতে সম্প্রতি নিজের দাদা মাহিন্দা রাজাপক্ষকে হঠিয়ে রনিল বিক্রমসিংহেকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ (Gotabaya Rajapaksa) ৷ কিন্তু, জনতার দাবি ছিল, রাজাপক্ষ পরিবারকে সম্পূর্ণভাবে দেশের প্রশাসন থেকে সরে যেতে হবে ৷ পদত্যাগ করতে হবে গোতাবায়াকেও ৷ কিন্তু, এদিন বিকেল পর্যন্ত তেমন কোনও উদ্যোগ নিতে দেখা যায়নি শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ৷ যার ফল হয়েছে মারাত্মক ৷ জনরোষ পৌঁছে গিয়েছে তাঁর সরকারি বাসভবনের ফটক পর্যন্ত ৷ নিরাপত্তার স্বার্থে শুক্রবার রাতেই বিলাসবহুল প্রাসাদ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন গোতাবায়া ৷ আর তারপরই সেই ভবনের দখল নিয়েছে আমজনতা ৷

আরও পড়ুন:Sri Lanka Crisis: বেসামাল জনরোষ, সরকারি বাসভবন ছেড়ে পালালেন গোতাবায়া রাজাপক্ষ

ইতিমধ্যেই সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ও ভিডিয়ো ফুটেজ ভাইরাল হয়েছে ৷ তাতে দেখা যাচ্ছে, প্রেসিডেন্টের সরকারি বাসভবনের সর্বত্র ছড়িয়ে পড়েছেন বিক্ষোভকারীরা ৷ একসঙ্গে অনেকে মিলে রীতিমতো হুল্লোড় করে সাঁতার কাটছেন সুইমিং পুলে ৷ বাকিরা সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন, অথবা মোবাইলে গোটা ঘটনা রেকর্ড করছেন ৷

অন্যদিকে, বিক্ষোভকারীদের সামাল দিতে রাস্তায় নেমেছে পুলিশ ও সেনাবাহিনী ৷ প্রতিবাদীদের হঠাতে পুলিশকে একের পর এক কাঁদানে গ্যাসের সেল ফাটাতে দেখা গিয়েছে ৷ তাতে দুই পুলিশকর্মী-সহ অন্তত 30 জন জখম হয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details