পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Sri lanka block social media: দেশজুড়ে সোশ্যাল মিডিয়া ব্ল্যাকআউট শ্রীলঙ্কায় - শ্রীলঙ্কায় ব্ল্যাকআউট সোশ্যাল মিডিয়া

জরুরি অবস্থার (Sri Lanka crisis) মধ্যেই এবার শ্রীলঙ্কায় ব্ল্যাকআউট (Sri lanka block social media) করে দেওয়া হল সোশ্যাল মিডিয়া (Sri Lanka imposes nationwide social media blackout) ৷ তার জেরে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ-সহ সব প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷

sri-lanka crisis-country imposes-nationwide-social-media-blackout
দেশজুড়ে সোশ্যাল মিডিয়া ব্ল্যাকআউট শ্রীলঙ্কায়

By

Published : Apr 3, 2022, 1:27 PM IST

কলম্বো, 3 এপ্রিল:শ্রীলঙ্কায় ব্ল্যাকআউট হয়ে গেল সোশ্যাল মিডিয়া (Sri Lanka imposes nationwide social media blackout) ৷ ইন্টারনেট অবজারভেটরির তরফে জানানো হয়েছে, শনিবার মাঝরাত থেকেই দেশজুড়ে যাবতীয় সোশ্যাল মিডিয়াকে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে ৷ এর প্রভাব পড়েছে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইউ টিউব, স্ন্যাপচ্যাট, টিকটক ও ইনস্টাগ্রাম-সহ দু‘ডজন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর (Sri lanka block social media)৷

নেটব্লকস টুইটে জানিয়েছে, "কনফার্মড: রিয়েল টাইম নেটওয়ার্ক ডেটা বলছে যে, শ্রীলঙ্কায় দেশজুড়ে সোশ্যাল মিডিয়া ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে ৷ তীব্র প্রতিবাদ রুখতে জরুরি অবস্থা জারি হওয়ার পরই টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ও ইনস্টাগ্রাম-সহ বিভিন্ন প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷"

আরও পড়ুন:Sri Lanka Economic Crisis : শ্রীলঙ্কায় বাহিনী যাচ্ছে না, ভুয়ো খবর উড়িয়ে জানাল দিল্লি

রবিবার দেশজুড়ে বড়সড় বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছেন নাগরিকরা ৷ সেই কারণে তার আগেই সোশ্যাল মিডিয়া ব্ল্যাক আউট করা ছাড়াও শনিবার থেকে সোমবার পর্যন্ত দ্বীপরাষ্ট্রে 36 ঘণ্টার কার্ফু জারি করা হয়েছে ৷

কোভিড 19-এর জেরে প্রবল মন্দার মুখে শ্রীলঙ্কার অর্থনীতি (Sri Lanka crisis) ৷ রোজ প্রায় 13 ঘণ্টার উপর প্রতি ঘরে থাকছে লোডশেডিং ৷ ভেঙে পড়েছে পর্যটন শিল্প ৷ এর জন্য প্রশাসনের ব্যর্থতার অভিযোগ এনে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে সে দেশে ৷ কলম্বোয় তুমুল বিক্ষোভ ও শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের বাসভবনের সামনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর দেশে জরুরি অবস্থা জারি করেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি (Sri Lanka imposed an emergency) ৷

আরও পড়ুন:State of Emergency in Sri Lanka : আর্থিক সঙ্কটে উত্তাল দ্বীপরাষ্ট্র, জরুরি অবস্থা ঘোষণা প্রেসিডেন্টের

ABOUT THE AUTHOR

...view details