কলম্বো, 3 এপ্রিল:শ্রীলঙ্কায় ব্ল্যাকআউট হয়ে গেল সোশ্যাল মিডিয়া (Sri Lanka imposes nationwide social media blackout) ৷ ইন্টারনেট অবজারভেটরির তরফে জানানো হয়েছে, শনিবার মাঝরাত থেকেই দেশজুড়ে যাবতীয় সোশ্যাল মিডিয়াকে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে ৷ এর প্রভাব পড়েছে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইউ টিউব, স্ন্যাপচ্যাট, টিকটক ও ইনস্টাগ্রাম-সহ দু‘ডজন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর (Sri lanka block social media)৷
নেটব্লকস টুইটে জানিয়েছে, "কনফার্মড: রিয়েল টাইম নেটওয়ার্ক ডেটা বলছে যে, শ্রীলঙ্কায় দেশজুড়ে সোশ্যাল মিডিয়া ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে ৷ তীব্র প্রতিবাদ রুখতে জরুরি অবস্থা জারি হওয়ার পরই টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ও ইনস্টাগ্রাম-সহ বিভিন্ন প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷"
আরও পড়ুন:Sri Lanka Economic Crisis : শ্রীলঙ্কায় বাহিনী যাচ্ছে না, ভুয়ো খবর উড়িয়ে জানাল দিল্লি