মাদ্রিদ, 8 সেপ্টেম্বর: ভারতে আসছেন না স্পেনের প্রেসিডেন্ট ৷ বৃহস্পতিবার প্রেসিডেন্ট পেদ্রো স্যানচেজের কোভিড সংক্রমণ ধরা পড়েছে ৷ তিনি এক্সে (টুইটারে) লেখেন, "আজ বিকেলে আমার কোভিড পজিটিভ ধরা পড়েছে ৷ তাই আমার পক্ষে জি20 সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি যাওয়া সম্ভব হচ্ছে না ৷" ভারত এই প্রথম জি20 শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব করছে ৷ 9-10 সেপ্টেম্বর রাজধানীতে এই সম্মেলন হবে ৷
প্রেসিডেন্টের বদলে ভারতে আসছেন স্পেনের অর্থনীতি মন্ত্রকের ভাইস-প্রেসিডেন্ট নাদিয়া ক্যালভিনো ৷ এর আগে প্রথমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তাঁর পরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং দিল্লিতে জি20 শীর্ষ সম্মেলনে যোগ না-দেওয়ার কথা জানিয়েছেন ৷ এবার সেই তালিকায় স্থান পেলেন স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো স্যানচেজ ৷
এদিকে দিল্লিতে জি20 শীর্ষ সম্মেলনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে ৷ দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপম কনভেনশন সেন্টার সেজে উঠেছে ৷ এই প্রথম ভারত জি20-র সভাপতিত্ব করছে ৷ ভারতের থিম 'বসুধৈব কুটুম্বকম ৷ এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ' ৷