টেক্সাস, 20 এপ্রিল: মাঝ আকাশেই ধ্বংস হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় রকেট । স্পেসএক্সের তৈরি রকেট বৃহস্পতিবার উৎক্ষেপণ করা হয় । যদিও লঞ্চ প্যাড থেকে ওঠার কয়েক মিনিট পরেই কন্ট্রোল হারিয়ে ফেলেন বিজ্ঞানীরা । সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, মাঝ আকাশেই নিয়ন্ত্রণ হারিয়ে ধ্বংস হয়ে যায় ওই বিমান । ইলন মাস্কের কোম্পানি মেক্সিকান সীমান্তের কাছে টেক্সাসের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় 400-ফুট (120-মিটার) স্টারশিপ রকেটটি গোটা বিশ্ব প্রদক্ষিণ করার লক্ষ্যে উৎক্ষেপণ করেছিল । যদিও এই স্পেসশিপ কোনও প্রাণী বা উপগ্রহ বহন করেনি; উপরের বুস্টার এবং মহাকাশযান দুটিই সমুদ্রে পড়বে।
বোকা চিকা বিচ লঞ্চ সাইট থেকে কয়েক মাইল দূরে দক্ষিণ পাদ্রে দ্বীপ উৎক্ষেপন করার সময় দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো । এর আগে যদিও রকেট উৎক্ষেপণের জন্য প্রথম প্রচেষ্টা সোমবার স্থগিত করা হয়েছিল । কারণ জ্বালানীর সময় রকেটে একটি ভালভ আটকে গিয়েছিল । এদিন যদিও রকেট ধ্বংস হলেও তাকে ব্যর্থতা বলে মানছে না স্পেসএক্স । তাদের মতে, রকেটকে যতদূর পাঠানো গিয়েছে, ততটাই তাদের সাফল্য ।
আরও পড়ুন: সফল উৎক্ষেপণের পর কক্ষপথে স্থাপিত পিএসএলভি-তে পাঠানো 9টি উপগ্রহ