ওয়াশিংটন, 17 জুলাই:টুইটার (Twitter) কর্তৃপক্ষের সঙ্গে টেসলার (Tesla) সিইও ইলন মাস্কের (Elon Musk) টানাপোড়েন অব্যাহত ৷ সেই আবহেই জানা গেল, গত 28 জুন টুইটারের সিইও পরাগ আগরওয়ালকে (Parag Agrawal) একটি টেক্সট মেসেজ করেছিলেন ইলন ৷ সেই মেসেজে টেসলা কর্তা নাকি টুইটারের সিইও-কে 'সতর্ক' করেছিলেন ! ইলন পরাগকে জানিয়েছিলেন, তিনি টুইটার অধিগ্রণের কথা ভাবার পরই বেশ কিছু আর্থিক তথ্য চেয়ে পাঠিয়েছিলেন ৷ কিন্তু, সংস্থার আইনজীবীরা সেই প্রক্রিয়ায় সমস্য়া তৈরি করার চেষ্টা করছেন ৷ এই ঘটনা নিয়ে ইলন পরাগকে 'সতর্ক' করেছিলেন বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের ৷ তিনি ওই আইনজীবীদের এই ধরনের হস্তক্ষেপ থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছিলেন ৷
ইলন মাস্ক সেদিন পরাগ আগরওয়ালকে যে মেসেজটি (Warning Text) পাঠিয়েছিলেন, তাতে লেখা ছিল, "আপনাদের আইনজীবীরা এইসব কথোপকথন ব্যবহার করে সমস্য়া তৈরির চেষ্টা করছেন ৷ এটা বন্ধ হওয়া দরকার ৷" সূত্রের দাবি, ইলন যখন এই মেসেজ পাঠিয়েছিলেন, তখনও পর্যন্ত টুইটার অধিগ্রহণ সংক্রান্ত চুক্তির কাজ সম্পূর্ণ হয়নি ৷ প্রসঙ্গত, টুইটার অধিগ্রহণ সংক্রান্ত যে চুক্তি ইলন মাস্ক করেছিলেন, তার আর্থিক মূল্য 4 হাজার 400 কোটি মার্কিন ডলার ৷ কিন্তু, হঠাৎই ইলন সেই চুক্তি ভেঙে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ৷ এরপরই তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে টুইটার কর্তৃপক্ষ ৷