আগাদির, 9 সেপ্টেম্বর: ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কো ৷ মৃতের সংখ্যা আটশো পেরিয়েছে ৷ এই পরিস্থিতিতে মরক্কোবাসীকে একে অপরের অবলম্বন হওয়ার বার্তা জাতীয় ফুটবল তারকা আশরাফ হাকিমির ৷ পিএসজি তারকা এ দিন তাঁর ইনস্টাগ্রাম পোস্টে মরক্কোবাসীকে কঠিন পরিস্থিতিতে একজোট হয়ে থাকার বার্তা দিয়েছেন ৷ উল্লেখ্য, তিনিও এই মুহূর্তে দেশেই রয়েছেন ৷ আফ্রিকান কাপ অফ নেশনসের কোয়ালিফাই ম্যাচ খেলতে আগাদির শহরে রয়েছে মরক্কো এবং লাইবেরিয়ার জাতীয় ফুটবল দল ৷ যে ম্যাচ নিয়ে বর্তমানে অনিশ্চয়তা তৈরি হয়েছে ৷
শুক্রবার রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে আফ্রিকার দেশ মরক্কো ৷ আটশোর উপরে মানুষ প্রাণ হারিয়েছেন এই ভূমিকম্পে ৷ বাড়তে পারে সংখ্যাটা ৷ দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে সকলকে একসঙ্গে এবং ঐক্যবদ্ধ হয়ে থাকার আবেদন জানিয়েছেন, মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি ৷ এই ঘটনায় শোকপ্রকাশ করে তিনি বলেন, ‘‘আমরা এবং আমাদের সহ-নাগরিকরা এই মুহূর্তে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি ৷ এই মুহূর্তে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে ৷ চেষ্টা করতে হবে যত বেশি সংখ্যক মানুষকে বাঁচানো যায় ৷ যাঁরা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের আমার সমবেদনা জানাই ৷’’