পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Morocco Earthquake: 'একে অপরকে সহযোগিতা করুন', ভূকম্পন বিধ্বস্ত মরক্কোবাসীকে বার্তা ফুটবল তারকা হাকিমির

Morocco vs Liberia Uncertain After Earthquake: আফ্রিকান কাপ অফ নেশনসের কোয়ালিফাই ম্যাচ খেলতে আগাদির শহরে রয়েছে মরক্কো এবং লাইবেরিয়ার জাতীয় ফুটবল দল ৷ কিন্তু, সেদেশের ভয়াবহ ভূমিকম্পের জেরে সেই ম্যাচ হবে কিনা, সেনিয়ে প্রশ্ন রয়েছে ৷

Morocco Earthquake ETV BHARAT
Morocco Earthquake

By PTI

Published : Sep 9, 2023, 7:49 PM IST

আগাদির, 9 সেপ্টেম্বর: ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কো ৷ মৃতের সংখ্যা আটশো পেরিয়েছে ৷ এই পরিস্থিতিতে মরক্কোবাসীকে একে অপরের অবলম্বন হওয়ার বার্তা জাতীয় ফুটবল তারকা আশরাফ হাকিমির ৷ পিএসজি তারকা এ দিন তাঁর ইনস্টাগ্রাম পোস্টে মরক্কোবাসীকে কঠিন পরিস্থিতিতে একজোট হয়ে থাকার বার্তা দিয়েছেন ৷ উল্লেখ্য, তিনিও এই মুহূর্তে দেশেই রয়েছেন ৷ আফ্রিকান কাপ অফ নেশনসের কোয়ালিফাই ম্যাচ খেলতে আগাদির শহরে রয়েছে মরক্কো এবং লাইবেরিয়ার জাতীয় ফুটবল দল ৷ যে ম্যাচ নিয়ে বর্তমানে অনিশ্চয়তা তৈরি হয়েছে ৷

শুক্রবার রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে আফ্রিকার দেশ মরক্কো ৷ আটশোর উপরে মানুষ প্রাণ হারিয়েছেন এই ভূমিকম্পে ৷ বাড়তে পারে সংখ্যাটা ৷ দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে সকলকে একসঙ্গে এবং ঐক্যবদ্ধ হয়ে থাকার আবেদন জানিয়েছেন, মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি ৷ এই ঘটনায় শোকপ্রকাশ করে তিনি বলেন, ‘‘আমরা এবং আমাদের সহ-নাগরিকরা এই মুহূর্তে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি ৷ এই মুহূর্তে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে ৷ চেষ্টা করতে হবে যত বেশি সংখ্যক মানুষকে বাঁচানো যায় ৷ যাঁরা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের আমার সমবেদনা জানাই ৷’’

উল্লেখ্য, জাতীয় দলের সঙ্গে এই মুহূর্তে মরক্কোর শহর আগাদিতে রয়েছেন আশরাফ হাকিমি ৷ এই শহরটি ভূমিকম্পের উৎসস্থল আল হাউজ প্রদেশের ইঘিল শহর থেকে 170 কিলোমিটার দূরে ৷ এখানে আফ্রিকান কাপ অফ নেশনসের কোয়ালিফাই ম্যাচ হওয়ার কথা ছিল আজ রাতে ৷ মরক্কো এবং লাইবেরিয়ার মধ্যে ম্যাচটি হবে কি না, সে নিয়ে কোনও নিশ্চয়তা নেই ৷ যদিও, চূড়ান্ত 24 দলের তালিকায় যোগ্যতা অর্জন করে ফেলেছে মরক্কো ৷

আরও পড়ুন:মরক্কোয় ভূমিকম্পে মৃতের সংখ্যা 800 ছাড়াল, জি20'র মঞ্চ থেকে সাহায্যের আশ্বাস মোদির

গত 120 বছরে মরক্কোয় হওয়া সবচেয়ে ভয়াবহ এবং বিধ্বংসী ভূমিকম্প এটি ৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 6.8 ৷ তবে, কম্পনের তীব্রতা অনুযায়ী মরক্কোয় মৃত্যুর সংখ্যা অত্যাধিক বলেই মনে করছে ভূ-বিশেষজ্ঞরা ৷ কারণ, তুরস্কয় ভূমিকম্পের মাত্রা এর থেকেও বেশি ছিল ৷ কিন্তু, প্রথম দিনের মৃত্যুর সংখ্যা একলাফে 800 ছাপিয়ে যায়নি ৷ তা ধীরে ধীরে বেড়েছিল ৷ অনেকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details