লন্ডন, 28 জুলাই: মণিপুরে হিংসার ঘটনার প্রতিবাদ এ বার আছড়ে পড়ল ব্রিটেনে ৷ মণিপুরে দুই মহিলাকে চরম লাঞ্ছনার প্রতিবাদে লন্ডনের রাস্তায় নীরব বিক্ষোভে শামিল হল ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত মহিলাদের একটি দল ।
ভারতীয় হাই কমিশনের বাইরে প্রতিবাদ: উইমেন অফ নর্থ ইস্ট ইন্ডিয়া সাপোর্ট নেটওয়ার্ক (ডব্লিউএনইএসএন) নীরব প্রতিবাদ জানাতে পুরুষ ও মহিলাদের একটি দলকে হাজির করে ভারতীয় হাই কমিশনের বাইরে ৷ তাঁদের প্রত্যেকের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল ৷ তাঁরা প্ল্যাকার্ড হাতে মণিপুরের হিংসার বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ জানান ৷ বুধবার সন্ধ্যায় সংসদ ভবনের সামনে মহাত্মা গান্ধির মূর্তির কাছে তাঁদের প্রতিবাদ শেষ করার লক্ষ্যে এই দলটি পার্লামেন্ট স্কোয়ার পর্যন্ত পদযাত্রাও করে ।
উইমেন অফ নর্থ ইস্ট ইন্ডিয়া সাপোর্ট নেটওয়ার্ক একটি বিবৃতিতে বলেছে, "মণিপুরে যে দুই কুকি-জো বোনকে গণধর্ষণ করা হয়েছে, নগ্ন করে হাঁটানো হয়েছে, তাঁদের বেদনা ও যন্ত্রণা ভাগ করে নেওয়ার জন্য একসঙ্গে আমরা মিছিল করেছি ৷"