চণ্ডীগড়, 14 ডিসেম্বর:পাকিস্তানের শিখদের (Sikh Recognition) জন্য সুখবর ৷ সীমান্ত পারের দেশে (Pakistan News) এখন শিখরা আলাদা জাতি হিসেবে স্বীকৃতি পাবে । পাকিস্তানে এ বার আদমশুমারির সময় শিখ সম্প্রদায় একটি পৃথক সম্প্রদায় হিসাবে বিবেচিত হবে এবং একটি পৃথক জায়গায় তাঁদের জনসংখ্যার রেকর্ড থাকবে (Sikhs will be recognised)।
পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এখনও পর্যন্ত পাকিস্তানে শিখ সম্প্রদায়ের জনসংখ্যার গণনা অন্যান্য ধর্মের নামে থাকা একটি কলামে থাকত ৷ সেই কারণে সে দেশে শিখ সম্প্রদায়ের সঠিক সংখ্যা সম্পর্কে কোনও তথ্য ছিল না ।