নয়াদিল্লি, 5 নভেম্বর: এয়ার ইন্ডিয়ার বিমান উড়বে না, হুমকি দিল নিষিদ্ধ শিখ সংগঠনের নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন ৷ একটি নতুন ভিডিয়ো প্রকাশ করে এই হুমকি দিয়েছে শিখ ফর জাস্টিস বা এসএফজে-র নেতা ৷ ওই নেতা দাবি করেছে, 19 নভেম্বর থেকে এয়ার ইন্ডিয়ার বিমান চলাচল বন্ধ করে দেওয়া হবে ৷ তাই শিখ ভাইরা যেন এদিন থেকে এয়ার ইন্ডিয়ার কোনও বিমানে না ওঠেন ৷ আর এই দিনেই ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হওয়ার কথা ৷
পান্নুনের এই হুমকি ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ সেখানে খালিস্তানি নেতা পান্নুন বলছে, "19 নভেম্বর থেকে বিশ্বে এয়ার ইন্ডিয়ার বিমান চলাচল করতে দেব না ৷" সে আরও হুমকি দিয়েছে, ওই তারিখ থেকে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর বা আইজিআই বন্ধ করে দেওয়া হবে ৷ শুধু তাই নয়, এই বিমানবন্দরের নামও বদলে ফেলা হবে ৷ এদিন থেকে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের নাম হবে শহিদ বিন্ত সিং, শহিদ সতওয়ান্ত সিং খালিস্তান এয়ারপোর্ট ৷ আর এর সঙ্গে পঞ্জাব মুক্তি পাবে ৷ একটি স্বাধীন রাষ্ট্রের পরিচয় পাবে ৷