পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Sikh Man Death in New York: নিউইয়র্কে গাড়ির সংঘর্ষের জের, যুবকের আক্রমণে শিখ প্রৌঢ়ার মৃত্যু - প্রৌঢ়া

Sikh Man Beaten to Death: ফের বিদেশে শিখ সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ৷ গাড়ির সংঘর্ষের জের ৷ যুবকের মারের চোটে নিউইয়র্কে মৃত্যু হয়েছে 66 বছর বয়সি শিখ প্রৌঢ়ার ৷

Sikh Man dies
নিউইয়র্কে শিখ প্রৌঢ়ার মৃত্যু

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2023, 2:59 PM IST

নিউইয়র্ক, 23 অক্টোবর:নিউইয়র্কে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার হামলা চালানো হল শিখ সম্প্রদায়ের উপর ৷ ঘটনায় মৃত্যু হয়েছে 66 বছর বয়সি জসমের সিংয়ের ৷ তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে, যার কারণেই ওই প্রৌঢ়ার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং শিখ সম্প্রদায়ের মানুষকে সুরক্ষা দেওয়ার কথা জানিয়েছেন তিনি ।

অ্যাডামস এক্সে এ বিষয়ে একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি লেখেন, "জসমের সিং নিউইয়র্ক শহরকে ভালোবাসতেন এবং তাঁর মর্মান্তিক মৃত্যুর চেয়ে অনেক বেশি কিছু প্রাপ্য ছিল । সমস্ত নিউইয়র্কবাসীর পক্ষ থেকে আমি চাই আমাদের শিখ সম্প্রদায় জানুক যে আপনি আমাদের সমবেদনার চেয়েও বেশি কিছু করেছেন । আপনার কাছে আমাদের শপথ করছি, আমরা এরকম ঘৃণামূলক ঘটনা আর ঘটতে দেব না ৷ যা এক নির্দোষের জীবন নিয়েছে এবং আমরা শিখ সম্প্রদায়কে রক্ষা করব ৷"

জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত হয় গত বৃহস্পতিবার ৷ ওই দিন কুইন্সে ছোট একটি দুর্ঘটনার মুখে পড়ে জসমের সিংয়ের গাড়ি ৷ 30 বছর বয়সি গিলবার্ট অগাস্টিনের গাড়ির সঙ্গে তাঁর গাড়ির ধাক্কা লাগে ৷ সেসময়র জসমের উপর হামলা চালান গিলবার্ট ৷ নিউইয়র্ক ডেইলি নিউজের রিপোর্ট অনুসারে, জসমের এবং গিলবার্টের গাড়ি বৃহস্পতিবার সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং উভয় গাড়িতেই ক্ষত এবং আঁচড় লেগে যায় । এরপর জসমের 911 নম্বরে কল করার চেষ্টা করেন ৷

ওই সময় গিলবার্ট নো পুলিশ, নো পুলিশ বলে এসে জসমেরের ফোন কেড়ে নিয়ে চলে যেতে থাকেন । তারপরেই জসমের গাড়ি থেকে নেমে গিলবার্টের পিছু নেন ৷ তাঁর ফোন ফেরত পাওয়ার চেষ্টা করেছিলেন তিনি । এই নিয়ে তাঁরা দু'জন তর্ক জড়িয়ে পড়েন ৷ জসমের গিলবার্টের কাছ থেকে তাঁর ফোন নিয়ে গাড়িতে ফিরে যান ৷ সেসময় গিলবার্ট জসমেরের মাথায় এবং মুখে তিনবার ঘুষি মারেন ।

আরও পড়ুন:কানাডায় গ্যাস স্টেশনের বাইরে শিখ যুবতীকে গুলি করে হত্যা

এরপরেই জসমের মাটিতে পড়ে যান ৷ তারপরেও তাঁর মাথায় আঘাত করেন গিলবার্ট ৷ এমনটাই প্রতিবেদনে লেখা হয়েছে ৷ এই ঘটনার পরেই গিলবার্ট ঘটনাস্থল থেকে পালিয়ে যান । জসমেরকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ যেখানে মস্তিষ্কে গুরুতর আঘাতের কারণে তাঁর মৃত্যু হয় । সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে যে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে প্রায় দুই মাইল দূর থেকে শুক্রবার গিলবার্ট অগাস্টিনকে গ্রেফতার করে ৷ পুলিশ দেখে যে তাঁর লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং গিলবার্টের আলাবামা লাইসেন্স প্লেট তাঁর নিউইয়র্ক রেজিস্ট্রেশনের সঙ্গে মেলে না ।

ঘটনাগুলি উল্লেখ করে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির জেনিফার রাজকুমার বলেছেন, "শুধুমাত্র গত সাত দিনে রিচমন্ড হিলে শিখ আমেরিকান সম্প্রদায়ের উপর দুটি হামলা চালানো হয়েছে, যা আমাদের সবাইকে বিধ্বস্ত করে দিয়েছে ।" নিউইয়র্ক ডেইলি নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এনওয়াইপিডির 102 প্রিসিনক্টের পুলিশ অগাস্টিনের বিরুদ্ধে হত্যা ও হামলার অভিযোগ এনেছে । কুইন্সে শনিবার তাঁর সাজা হয়েছে ৷ তবে অগাস্টিনকে জামিন অযোগ্য ধারায় আটক করা হয়েছিল ৷ এনওয়াইপিডিরর হেট ক্রাইম টাস্ক ফোর্স এখনই ঘটনাটির তদন্ত করছে না, কারণ তারা বিশ্বাস করে যে একটি গাড়ি দুর্ঘটনার কারণে ঘটেছে ।

আরও পড়ুন:শিশু-সহ ক্যালিফোর্নিয়ায় অপহৃত ভারতীয় শিখ পরিবারের 4 সদস্যের দেহ উদ্ধার

সূত্রের খবর, জসমের সিংয়ের মৃত্যু নিউইয়র্কে প্রায় এক সপ্তাহের মধ্যে শিখ সম্প্রদায়ের জন্য দ্বিতীয় দুঃখজনক ঘটনা । গত সপ্তাহে একটি 19 বছর বয়সি শিখ তরুণ রিচমন্ড হিলে বাসে চড়ে গুরুদ্বারে যাওয়ার সময় নির্যাতিত হয়েছিল । ক্রিস্টোফার ফিলিপেউক্স নামে 26 বছর বয়সি ওই তরুণকে মাথার পিছনে ঘুষি মেরে তাঁর পাগড়ি ছিঁড়ে ফেলার চেষ্টা করেন এবং তাঁকে বলেছিল, "আমরা এই দেশে পাগড়ি পরি না ।" কুইন্স ফৌজদারি আদালতে সাজা দেওয়া হয়েছে ফিলিপিয়াক্সকে ৷ তৃতীয় ডিগ্রিতে ঘৃণামূলক অপরাধ হিসাবে আক্রমণের এবং দ্বিতীয় ডিগ্রিতে উত্তেজনাপূর্ণ হয়রানির অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে ৷ এমনটাই জানিয়েছেন কুইন্স জেলা অ্যাটর্নি মেলিন্ডা কাটজ ।(সংবাদ সংস্থা -পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details